আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি মেজর লিগ সকারে (এমএলএস) নতুন ইতিহাস গড়েছেন। ন্যাশভিল এসসির বিপক্ষে ইন্টার মিয়ামি ২-১ গোলের জয়ে জোড়া গোল করেন মেসি। এর মাধ্যমে তিনি টানা পাঁচটি ম্যাচে দুইটি করে গোল করা প্রথম ফুটবলার হিসেবে রেকর্ড গড়েছেন।
মেসির সাবেক সতীর্থ ও মিয়ামি কোচ হাভিয়ের মাশচেরানো ম্যাচ শেষে মেসির প্রশংসায় ভাসান। তিনি বলেন, 'সে যা করছে, তা অবিশ্বাস্য। প্রতি তিন দিন পরপর রেকর্ড ভাঙছে। সে আমাদের দলের নেতৃত্ব দিচ্ছে, আমাদের প্রেরণা। তার এই পর্যায়ে পাশে থাকতে পারা সত্যিই সৌভাগ্যের।'
বিজ্ঞাপন
৩৮ বছর বয়সেও দুর্দান্ত ফর্মে আছেন মেসি। গোলের ধারায় আছেন বেশ ভালোভাবেই। তবে কোচ মাশচেরানো জানিয়েছেন, তারা মেসির শারীরিক অবস্থার দিকে নিয়মিত নজর রাখছেন।
'আমরা প্রতিদিনই মেসির ফিটনেস পর্যবেক্ষণ করছি এবং তার সঙ্গে আলোচনা করছি। কখন বিশ্রাম দেওয়া প্রয়োজন, সেটা সময় বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।'
এদিন ম্যাচের প্রথম গোলটি আসে মেসির চিরচেনা স্টাইলে, বক্সের কাছ থেকে নেওয়া এক নিখুঁত বাঁ পায়ের ফ্রি-কিকে, যা গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে জালে জড়ায়। এটি ছিল তার ক্যারিয়ারের ৬৯তম ফ্রি-কিক গোল।
এখন তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্সেলিনহো কারিওকার চেয়ে মাত্র ৮ গোল পেছনে রয়েছেন, যিনি ৭৮টি ফ্রি-কিক গোল করে সর্বোচ্চ তালিকায় শীর্ষে আছেন।

