রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিরিজ বাঁচাতে যে একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

সিরিজ বাঁচাতে যে একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টিতে সাত উইকেটে হারের পর আজ সিরিজে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। ডাম্বুলার রংগিরি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। তিন ম্যাচের সিরিজে ইতোমধ্যে ১-০তে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। তাই আজকের ম্যাচ হেরে গেলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারবে বাংলাদেশ।

এর আগে টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের পর এবার টি-টোয়েন্টি সিরিজ জিততে না পারলে খালি হাতেই দেশে ফিরতে হবে টাইগারদের। সে লক্ষ্যেই আজ জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই লিটন দাসের দলের সামনে।


বিজ্ঞাপন


প্রথম ম্যাচে ব্যর্থতার পর একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন বাংলাদেশ কোচিং স্টাফ। অধিনায়ক লিটন দাসের ফর্ম নিয়ে সমালোচনা থাকলেও এখনো তার ওপর আস্থা রাখছেন কোচ ফিল সিমন্স। ওয়ানডে সিরিজে ব্যর্থ হয়ে একাদশ থেকে বাদ পড়লেও, টি-টোয়েন্টিতে লিটনের ওপরই ভরসা রাখতে চায় দল।

ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে আজ একাদশে জায়গা পেতে পারেন জাকের আলী অনিক। মিডল অর্ডারে তার অন্তর্ভুক্তি দলের ব্যাটিংয়ে স্থিতি আনতে পারে। পাশাপাশি বোলিং আক্রমণেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তাসকিন আহমেদের বদলে অভিজ্ঞ মুস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে মাঠে। শ্রীলঙ্কার ব্যাটারদের বিপক্ষে ফিজের কাটার ও স্লোয়ার কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে! 

পরিসংখ্যান বলছে, শ্রীলঙ্কার মাটিতে ছয়টি টি-টোয়েন্টির মধ্যে বাংলাদেশ জিতেছে তিনটিতে। তবে সামগ্রিকভাবে ১৮ ম্যাচে টাইগারদের জয় মাত্র ৬টি, বাকি ১২ ম্যাচে জয়ী শ্রীলঙ্কা। যদিও পরিসংখ্যানে কিছুটা আশা জাগলেও, বাস্তবতা বলছে আজ জিততে হলে বাংলাদেশকে খেলতে হবে নিজের সেরা ক্রিকেট।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ- তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর