রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সব সমালোচনার মাঝেই ক্লাব বিশ্বকাপকে সফল বলছেন ইনফান্তিনো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

সব সমালোচনার মাঝেই ক্লাব বিশ্বকাপকে সফল বলছেন ইনফান্তিনো

ক্লাব বিশ্বকাপের ফাইনালের আগের দিন নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে সংবাদ সম্মেলনে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানালেন, নানা সমালোচনা সত্ত্বেও এই আসরকে তিনি দেখছেন ‘বড় সফলতা’ হিসেবে।

চরম গরম, ম্যাচে কম দর্শক কিংবা অর্ধেক খালি স্টেডিয়াম- এসব অভিযোগকে অস্বীকার না করেই ইনফান্তিনো বললেন, ‘এই সব সমালোচনা আমাদের শেখার জায়গা। কোথায় কী আরও ভালো করা যায়, তা খতিয়ে দেখছি।’


বিজ্ঞাপন


ইনফান্তিনো বলেন, ‘আমি চাই ৮০ হাজারের স্টেডিয়ামে অন্তত ৩৫ হাজার মানুষ থাকুক। এটা ২০ হাজারের স্টেডিয়াম পুরো ভর্তি হওয়ার চেয়ে ভালো। বড় মাঠের অভিজ্ঞতা আলাদা।’ তিনি আরও বলেন, ‘গরম অবশ্যই একটা বড় ইস্যু। তবে এটা শুধু যুক্তরাষ্ট্রেই না, পুরো দুনিয়াতেই। আমাদের কাছে এমন স্টেডিয়ামও আছে যেগুলোর ছাদ ঢাকা। আগামী বিশ্বকাপে দিনের ম্যাচগুলো সেসব মাঠেই আয়োজন করব।’

ইউরোপের ক্লাব আর দর্শকদের মনোভাব নিয়েও বললেন ইনফান্তিনো, ‘সবাই বলছে ইউরোপ নাকি খুব বিরক্ত, কিন্তু এটা সত্য না। আমি যেসব ক্লাবের সঙ্গে কথা বলেছি, তারা সবাই খুশি ছিল। দর্শকরাও খুশি।’

সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদোও। বললেন, ‘আমি তো মাত্র দুই জনকে দেখেছি যারা ক্লাব বিশ্বকাপ নিয়ে সমালোচনা করেছে। একজন সব কিছুর বিপক্ষেই কথা বলেন, শুধু লা লিগা ছাড়া। আর অন্যজনের মতামতের সম্মান করি, তবে প্রেসিডেন্ট যেভাবে তথ্য আর পরিসংখ্যান দিয়েছেন, তাতে আমি বলব, এই টুর্নামেন্ট ছিল বিশাল এক সাফল্য।’

রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে পিএসজি মুখোমুখি হবে চেলসির। সেই ম্যাচে থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তাঁর সঙ্গে সম্পর্ক নিয়ে ইনফান্তিনো বলেন, ‘ট্রাম্প ক্লাব বিশ্বকাপ আর আগামী বিশ্বকাপের গুরুত্ব একদম শুরু থেকেই বুঝেছেন। এ রকম বড় আয়োজন সরকারের পূর্ণ সহযোগিতা ছাড়া সম্ভব না। যুক্তরাষ্ট্র সরকার আমাদের পুরোপুরি সহযোগিতা করেছে।’


বিজ্ঞাপন


রোববার মেটলাইফ স্টেডিয়ামে প্রথমবারের মতো ৩২ দলের অংশগ্রহণে হওয়া ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন নির্ধারিত হবে পিএসজি বনাম চেলসি ম্যাচে। ইনফান্তিনোর আশাবাদ, সমালোচনার মাঝেও এটিই হবে ‘সফলতা’র শেষ ছাপ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর