ইংল্যান্ডের ক্রিকেটারদের কাঠগড়ায় তুললেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর অভিযোগ, সকলকে ধোঁকা দিয়েছেন বেন স্টোকসেরা। লর্ডসে তৃতীয় টেস্টে নিজেদের আগ্রাসী ব্যাট করার ধরন (বাজবল) থেকে সরে এসেছে ইংলিশরা। অশ্বিনের মতে, এ ভাবে খেলার ধরন বদলে সকলকে বোকা বানানোর চেষ্টা করেছে ইংল্যান্ড।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, “প্রথম ইনিংসে ইংল্যান্ড ভাল খেলেছে। সকলে ভেবেছিল, ইংল্যান্ড বাজবলই খেলবে। কিন্তু ওরা প্র্যাঙ্কবল খেলেছে। ওরা সাধারণত ওভার প্রতি ৪, ৪.৫ রান করে করে। কিন্তু লর্ডসে ওরা ওভারে ৩ রান করে করেছে। ওরা সকলকে ধোঁকা দিয়েছে।”
বিজ্ঞাপন
অশ্বিনের মতে, ইচ্ছা করে নয়, বাধ্য হয়ে এই কাজ করেছে ইংল্যান্ড। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, “তবে বাধ্য হয়ে তারা এটা করেছে। যদি ওরা আগের টেস্ট জিতত তা হলে লর্ডসেও বাজবল খেলত। ভারত ওদের বাধ্য করেছে খেলার ধরন বদলাতে।”
ইংল্যান্ডের প্রথম ইনিংসে শতরান করেছেন জো রুট। তাঁর বিরুদ্ধে অনেক ম্যাচ খেলেছেন অশ্বিন। তাঁর মতে, খেলার ধরন বদলে সুবিধা হয়েছে রুটের। অশ্বিন বলেন, “রুট এই ধরনের ক্রিকেট খেলতেই অভ্যস্ত। কিন্তু ওকেও খেলার ধরন বদলাতে হয়েছিল। পুরনো অভ্যাসে ফিরে ভাল করেছে রুট। ওর এই ইনিংস বাকিদের কাছে শিক্ষা।”
এজবাস্টনে ভারতের কাছে হারের পর সেই পিচকে উপমহাদেশের পিচের সঙ্গে তুলনা করেছিলেন স্টোকস। অশ্বিনের মতে, লর্ডসের উইকেটও খানিকটা তেমনই। তিনি বলেন, “লর্ডসের পিচ দেখলে বোঝা যাবে, উপমহাদেশের উইকেটের সঙ্গে তার মিল আছে। ৬০ বছরের পর বল সাধারণত নরম হয়। কিন্তু প্রথম দিনই জাদেজার বল রুটের গোড়ালির কাছে লেগেছে। এই উইকেট ইংল্যান্ডে খুব একটা দেখা যায় না। আমার অবাক লাগছে।”

