রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে দুই পরিবর্তন অজিদের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০২৫, ০৫:৫৪ পিএম

শেয়ার করুন:

ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে দুই পরিবর্তন অজিদের

২১ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে দুইটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। ১৬ সদস্যের দল থেকে বাদ পড়েছেন স্পেন্সার জনসন ও জশ হ্যাজলউড। তাদের জায়গায় দলে এসেছেন তরুণ ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ও ডানহাতি পেসার জেভিয়ার বার্টলেট।

হ্যাজলউড দেশে ফিরে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতির জন্য, আর জনসন এখনো পিঠের চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি না পাওয়ার হতাশা পেছনে ফেলে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে নিজেকে নতুন করে প্রমাণের সুযোগ পাচ্ছেন ফ্রেজার-ম্যাকগার্ক।


বিজ্ঞাপন


বিশ্বকাপ সামনে রেখে গতি ধরে রাখতে মরিয়া অস্ট্রেলিয়া। গত ১৪ টি-টোয়েন্টি ম্যাচে ১২টিতেই জয় পেয়েছে তারা। ভারতের মাটিতে এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটি হবে প্রস্তুতির বড় মঞ্চ।

টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর বিশ্রামে পাঠানো হয়েছে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও ট্রাভিস হেডকে। ফলে অধিনায়কত্বের দায়িত্ব থাকছে দুর্দান্ত ফর্মে থাকা মিচেল মার্শের কাঁধেই।

টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুটি ম্যাচ হবে জ্যামাইকার কিংস্টনে, আর বাকি তিনটি খেলা হবে সেন্ট কিটসের ব্যাসেটেরে ভেন্যুতে।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড বনাম ওয়েস্ট ইন্ডিজ:
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডুয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জেভিয়ার বার্টলেট, জশ ইংলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, ম্যাট কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচ ওউয়েন, ম্যাথিউ শর্ট, অ্যাডাম জাম্পা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর