আইসিসির (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজিত ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরেও অংশ নেবে মোট ২০টি দল, যা ২০২৪ সালের ফরম্যাটের মতোই। এই বিশ্বকাপে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে ১৫টি দল।
যেখানে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ইতালি। ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের দুদার্ন্ত পারফরম্যান্সের মাধ্যমে এই ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে তারা। এছাড়া ইউরোপের আরেকটি দল খেলবে নেদারল্যান্ডস।
বিজ্ঞাপন
২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠা দলগুলো- বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড পাবে সরাসরি অংশগ্রহণের সুযোগ। আমেরিকা অঞ্চল থেকে একমাত্র দল হিসেবে কানাডা জায়গা করে নেয় ২০২৬ বিশ্বকাপে।
আফ্রিকা থেকে আসবে ২টি এবং এশিয়া ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে আসবে মোট ৩টি দল। এই তিন অঞ্চলের মূল বাছাইপর্বের খেলা এখনো শুরু হয়নি।
২০২৬ বিশ্বকাপে নিশ্চিত হওয়া ১৫ দল: ভারত (আয়োজক), শ্রীলঙ্কা (আয়োজক), বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি ও নেদারল্যান্ডস

