গ্লোবাল সুপার লিগ ২০২৫-এ শিরোপা ধরে রাখার মিশনে দারুণ সূচনা করল রংপুর রাইডার্স। গায়ানার প্রভিডেন্সে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৮ রানে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচে রংপুরের জয়ের নায়ক খালেদ আহমেদ, ৪ উইকেট নিয়ে যিন গুঁড়িয়ে দেন দেন গায়ানার ব্যাটিং অর্ডার।
ব্যাটিংয়ে নেমে রংপুর তোলে ৫ উইকেটে ১৬২ রান। ইনিংসের ছন্দ তৈরি করেন কাইল মায়ার্স (৪৪*) ও ইফতিখার আহমেদ (৩৪*, ২১ বলে)। শেষ দিকে দ্রুত রান এনে দেন নুরুল হাসান (১০ বলে ১৮), এছাড়া সৌম্য সরকার করেন ৩৬ বলে ৩৫ রান। তবে রংপুরের শুরুটা ছিল ধীরগতির, পাওয়ারপ্লেতে রংপুরের সংগ্রহ ছিল ৪০/০, যেখানে গায়ানা করেছিল ৪৯/১।
বিজ্ঞাপন
১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় গায়ানা। রহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে দেন তার আফগান সতীর্থ আজমাতউল্লাহ ওমরজাই। এরপর জনসন চার্লস (৪০) ও মঈন আলি (২৭) ৫ ওভারে যোগ করেন ৪৮ রান, কিছুটা চাপে ফেলে দেন রংপুরকে।
তবে এরপর গায়ানার ইনিংসে আর কেউ বড় কিছু করতে পারেননি। জুয়েল অ্যান্ড্রু, শিমরন হেটমায়ার, শারফেন রাদারফোর্ড ও ডোয়াইন প্রিটোরিয়াস- সবাই দুই অঙ্কে পৌঁছালেও কেউই ইনিংস বড় করতে পারেননি।
এই জায়গাতেই জ্বলে উঠলেন খালেদ আহমেদ। মাঝ ওভারে একাই ছিটকে দিলেন গায়ানার ভরসা হেটমায়ার ও রাদারফোর্ডকে। এরপর ১৯তম ওভারে টানা দুই বলে তুলে নেন প্রিটোরিয়াস ও শামার স্প্রিংগারকে। শেষ ওভারের প্রথম বলেই ওমরজাই ফিরিয়ে দেন ডেভিড উইসেকে। ফলাফল, ১৫৪ রানে গুটিয়ে যায় অ্যামাজন ওয়ারিয়র্স।
এই জয়ে গ্রুপ পর্বে মূল্যবান দুই পয়েন্ট নিয়ে আসর শুরু করল রংপুর রাইডার্স। আর ম্যাচজুড়ে সবচেয়ে বড় প্রাপ্তি- বাংলাদেশি পেসার খালেদের ছন্দে ফেরা।

