সাকিব আল হাসানকে সবশেষ মাঠে খেলতে দেখা গিয়েছিল পাকিস্তান সুপার লিগে। পিএসএলে দুইবার ব্যাট হাতে মাঠে নেমেছিলেন তিনি। তবে রানের দেখা পাননি। এরপর চলমান গ্লোবাল সুপার লিগ দিয়ে আবার মাঠে ফিরেছেন বাংলাদেশ অলরাউন্ডার। দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি। এ টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচেই ব্যাট করতে নেমে মারকুটে ব্যাটিংয়ে ফিফটির দেখা পেয়েছেন তিনি। এরপর বল হাতেও পেয়েছেন চার উইকেটের দেখা। তার অলরাউন্ড পারফর্ম্যান্সেই জয়ের দেখা পেয়েছে দুবাই ক্যাপিটালস।
কেশব মহারাজের চোটের কারণে শেষ মুহূর্তে দুবাই দলে সুযোগ পান সাকিব। আর প্রথম ম্যাচেই মাটে নেমে সাকিব বুঝিয়ে দিলেন এখনো ফুরিয়ে যাননি তিনি। আগে ব্যাট করতে নেমে দুবাই শুরুতেই হারায় তিন উইকেট। ৫ নম্বরে নামা সাকিব ওপেনার সেদিকুল্লাহ অটলের সঙ্গে ২৭ রানের জুটি গড়ে চাপ সামাল দেন।
বিজ্ঞাপন
এরপর ২৫ বলে ৪১ রান করে অটল ফিরলেও সাকিব শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। টাইগার এই অলরাউন্ডার ৩৭ বলে ৫৮ রান করেছেন। ৭ চার আর ১ ছয়ে খেলা এই ইনিংসের সুবাদে দুবাই ২০ ওভারে পায় ১৬৫ রানের সংগ্রহ।
এরপর বল হাতেও সাকিব ছিলেন দুর্দান্ত। শুরুতেই তার বলে আউট হন প্রতিপক্ষ সেন্ট্রাল ডিস্ট্রিক্টস এর উইল ইয়াং। এরপর সাকিব নিয়েছেন গুরুত্বপূর্ণ আরও ৩ উইকেট। তার এই চার উইকেটের সুবাদে শেষ পর্যন্ত দুবাই ক্যাপিটালস ২২ রানের দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছাড়ে।

