রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নির্বাচনের কারণে বদলাতে পারে বিপিএলের সময়সূচি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ০৮:০৫ পিএম

শেয়ার করুন:

নির্বাচনের কারণে বদলাতে পারেচলতি বছরের ডিসেম্বর ও আগামী জানুয়ারসময়সূচি

চলতি বছরের ডিসেম্বর ও আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর। তবে জাতীয় নির্বাচনকে ঘিরে বদলে যেতে পারে এই সময়সূচি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও বিপিএল চেয়ারম্যান মাহবুব আনাম।

তিনি জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। এমনকি ঈদের আগেই নির্বাচন হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। এ কারণে বিপিএলের তারিখ নির্ধারণে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।


বিজ্ঞাপন


মাহবুব আনাম বলেন, “সরকারের তরফ থেকে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে। নির্বাচন হয়তো ঈদের আগেও হতে পারে এমন কথাও শুনেছি। যত ডিসেম্বরের কাছে আসব, ততই বিপিএল শুরুর তারিখ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।”

নির্বাচনের সময়সূচির সঙ্গে বিপিএলের সম্ভাব্য সংঘাত দেখা দিলে টুর্নামেন্ট পিছিয়ে মে মাসে নেওয়ার চিন্তা করছে বিসিবি। তবে মে মাসে আইপিএলের মতো বড় টুর্নামেন্ট থাকায় বিষয়টি নিয়ে ভাবতে হচ্ছে বিসিবিকে।

মাহবুব আনাম বলেন, “যদি ডিসেম্বর-জানুয়ারিতে করতে না পারি, তাহলে আরেকটি স্লট হতে পারে — সেটা মে মাস। ডিসেম্বরেও কিছু বিদেশি লিগের সঙ্গে সময়সূচি মিলে যায়। মে মাসে করলেও আইপিএলের সঙ্গে সংঘাত হতে পারে, তবে আমরা প্রস্তুতি নিচ্ছি।”

সব মিলিয়ে জাতীয় নির্বাচনই নির্ধারণ করবে আগামী বিপিএলের সময়সূচি। নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পরই নির্ধারিত হবে বিপিএলের পরবর্তী আসরের তারিখ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর