রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাফ চ্যাম্পিয়নশিপে কাল মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ০৫:৫১ পিএম

শেয়ার করুন:

সাফ চ্যাম্পিয়নশিপ কাল মাঠে নামছে বাংলাদেশ

আগামীকাল শুক্রবার (১১ জুলাই) থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়।

বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক আফঈদা খন্দকার এবং কোচের দায়িত্বে আছেন পিটার বাটলার। দুজনই শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী।


বিজ্ঞাপন


এবারের আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। প্রতিপক্ষ দলের কোচরাও বাংলাদেশের শক্তির প্রশংসা করেছেন। শ্রীলঙ্কার কোচ শ্রীনাথা কুমারা বলেছেন, “বাংলাদেশই এবার টুর্নামেন্টের ফেভারিট।” তার মতে, এক সময় দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে ভারত ও নেপালের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই হতো, কিন্তু ভারতের অনুপস্থিতিতে এবার সেই লড়াই হবে বাংলাদেশ ও নেপালের মধ্যে।

নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট। কোনো ফাইনাল নেই—সব দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। মোট ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই হবে চ্যাম্পিয়ন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর