রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দুঃসংবাদ পেল বাংলাদেশ ফুটবল দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ০৪:৫৬ পিএম

শেয়ার করুন:

দুঃসংবাদ পেল বাংলাদেশ ফুটবল দল

বিশ্বসেরা লিগে খেলা হামজা চৌধুরী ও সমিত সোমের মতো প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি দেশের ফুটবলে নতুন আশা জাগালেও, মাঠের পারফরম্যান্সে এখনো আশানুরূপ অগ্রগতি দেখা যাচ্ছে না। সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিং-এ আরও এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৮৪ নম্বরে নেমে গেছে। দলের পয়েন্ট কমেছে ৫.১৫, ফলে আগের ৯০৪.১৬ থেকে কমে বর্তমানে দাঁড়িয়েছে ৮৯৯.০১ পয়েন্টে। গত মাসে ভুটানকে হারালেও এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়ার খেসারত দিতে হয়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যদের।


বিজ্ঞাপন


বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর র‌্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। ভারত ৬ ধাপ পিছিয়ে এখন ১৩৩ নম্বরে, তবে এখনও অঞ্চলটির শীর্ষ দল। মালদ্বীপ ৭ ধাপ পিছিয়ে ১৭১ নম্বরে। নেপাল ১৭৬, ভুটান ১৮৬ এবং পাকিস্তান ২০১ নম্বরে নেমে গেছে। 

তবে ব্যতিক্রম শ্রীলঙ্কা। তারা ৪ ধাপ এগিয়ে ১৯৬ নম্বরে উঠে এসেছে। বাংলাদেশকে হারানোয় সিঙ্গাপুর ২ ধাপ এগিয়ে এখন ১৫৯ নম্বরে।

সেপ্টেম্বর মাসে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। নেপালের দশরথ রঙ্গশালাতে ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচের পর ৯ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে নামবে দলটি। এক মাস পর অক্টোবরের ৯ তারিখ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে হংকংয়ের বিপক্ষে খেলবে রাকিব-তপুরা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর