রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইপিএলে টিকিট কেলেঙ্কারিতে গ্রেফতার পাঁচ কর্মকর্তা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ০৩:২৪ পিএম

শেয়ার করুন:

আইপিএলে টিকিট কেলেঙ্কারিতে গ্রেপ্তার পাঁচ কর্মকর্তা

আইপিএলের ২০২৫ আসরে টিকিট বিতরণে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) সভাপতি জগন মোহন রাওসহ আরও চার শীর্ষ কর্মকর্তা। তেলাঙ্গানার সিআইডি তাদের গ্রেফতার করে।

অভিযোগ রয়েছে, হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের হোম ম্যাচের টিকিট বিতরণে স্বচ্ছতা ছিল না। সিআইডির তদন্তে উঠে আসে, এইচসিএ সভাপতি জগন মোহন রাও তার পদ ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করেছেন এবং ফ্র্যাঞ্চাইজিকে ব্ল্যাকমেইল করেছেন।


বিজ্ঞাপন


গ্রেপ্তার হওয়া বাকি চার কর্মকর্তা হলেন— সিইও সুনীল কান্তে, কোষাধ্যক্ষ জেএস শ্রীনিবাস রাও, শ্রী চক্র ক্লাবের সভাপতি জি কবিথা ও সাধারণ সম্পাদক রাজেন্দ্র যাদব

অভিযোগ অনুযায়ী, গত ২৭ মার্চ লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচের আগে রাজীব গান্ধী স্টেডিয়ামের এফ৩ কর্পোরেট বক্স তালাবদ্ধ করে রাখেন এইচসিএ সভাপতি, যেটি ছিল লখনৌ ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েনকারের জন্য নির্ধারিত।

এ ঘটনা সামনে আসার পর তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বিষয়টি তদন্তের নির্দেশ দেন। ভিজিল্যান্স তদন্তে দোষ প্রমাণিত হওয়ায় সিআইডি পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর