শ্রীলঙ্কা সফরের টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের হতাশা এখনও কাটেনি বাংলাদেশের। এর মাঝেই আজ (বুধবার) শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পাল্লেকেলেতে প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
টি-টোয়েন্টি ফরম্যাটে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের রয়েছে কিছু স্মরণীয় সাফল্য। ২০১৬ সালে এশিয়া কাপে মালিঙ্গাদের হারিয়ে ফাইনাল খেলে টাইগাররা। শ্রীলঙ্কার মাটিতেও সাফল্যের নজির আছে, যেমন মাশরাফির শেষ ম্যাচে জয়, ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে ফাইনালে খেলা। ২০২৪ বিশ্বকাপেও টাইগাররা শ্রীলঙ্কাকে হারায়।
বিজ্ঞাপন
তবুও এবার সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস ফেভারিট হিসেবে দেখছেন স্বাগতিক শ্রীলঙ্কাকে। তবে সেটা টাইগারদের আত্মবিশ্বাসে নেতিবাচক প্রভাব ফেলছে না। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে ওপেন করতে পারেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। তিন নম্বরে থাকবেন লিটন দাস, এরপর তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন ও রিশাদ হোসেন।
পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে থাকতে পারেন তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন। তবে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান খেললে সাইফউদ্দিন জায়গা হারাতে পারেন। স্পিনে রিশাদ নিশ্চিত, তার সঙ্গে খেলতে পারেন নাসুম আহমেদ অথবা শেখ মেহেদী হাসান।
এখন পর্যন্ত দুই দল টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে ১৭ বার। এর মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে ৬ বার, হেরেছে ১১ বার। এই ফরম্যাটে বাংলাদেশের ২০০ বা তার বেশি রানের ইনিংস হয়েছে ৭ বার, যার দুটি শ্রীলঙ্কার বিপক্ষে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব/মোহাম্মদ সাইফউদ্দিন।

