রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিয়ামির জয়ের রাতে ইতিহাস গড়লেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ১০:৫৬ এএম

শেয়ার করুন:

মিয়ামির জয়ের রাতে ইতিহাস গড়লেন মেসি

মেজর লিগ সকারে (এমএলএস) আবারও নজরকাড়া পারফরম্যান্স দেখালেন লিওনেল মেসি। নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে জোড়া গোল করে টানা চার ম্যাচে একাধিক গোলের অনন্য রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। এমএলএস ইতিহাসে এই কীর্তি এর আগে কোনো খেলোয়াড়ের নেই।

জিলেট স্টেডিয়ামে ইন্টার মিয়ামির ২–১ গোলে জয়ে ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করেন মেসি। প্রথম গোলটি আসে ২৭তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে। এরপর ৩৮তম মিনিটে সের্হিও বুসকেটসের লম্বা পাস থেকে দ্বিতীয় গোল করেন তিনি।


বিজ্ঞাপন


মেসির জাদুকরী পারফরম্যান্সের পাশাপাশি গোলরক্ষক অস্কার উস্তারিওরও বড় অবদান ছিল জয়ে। অন্তত ছয়টি নিশ্চিত গোল ঠেকিয়ে দেন এই অভিজ্ঞ গোলরক্ষক। যদিও নিউ ইংল্যান্ডের কার্লেস গিল এক গোল শোধ দেন, কিন্তু তা ম্যাচের ফল পরিবর্তন করতে পারেনি।

এই জয়ে ইন্টার মায়ামি পূর্ব কনফারেন্সের ষষ্ঠ স্থান থেকে উঠে এসেছে পঞ্চম স্থানে। তাদের পয়েন্ট এখন ৩৫। শীর্ষে থাকা সিনসিনাটির চেয়ে মাত্র ৭ পয়েন্ট পিছিয়ে আছে মায়ামি, আবার তিনটি ম্যাচ কম খেলেছে তারা। ফলে শিরোপা জয়ের লড়াইয়ে টিকে আছে দলটি।

মেসির এমন পারফরম্যান্সে মুগ্ধ কোচ হাভিয়ের মাচেরানো বলেন, “লিও বিশেষ একজন খেলোয়াড়। এই বয়সেও যেভাবে খেলছে, সেটা অকল্পনীয়। আমরা খুব ভাগ্যবান, মেসিকে দলে পেয়েছি।”

এখন পর্যন্ত এই মৌসুমে ১৫ ম্যাচে মেসির গোল সংখ্যা ১৪। মাত্র দুই গোলের ব্যবধানে পিছিয়ে আছেন শীর্ষ গোলদাতা ন্যাশভিলের স্যাম সারিজের থেকে, যিনি মেসির চেয়ে ছয়টি ম্যাচ বেশি খেলেছেন। ফলে গোল্ডেন বুট জেতার দৌড়েও আছেন ফুটবলের এই জীবন্ত কিংবদন্তি।


বিজ্ঞাপন


ফর্মের এই ধারায় খেলতে থাকলে, শুধু রেকর্ডই নয়, মেসি হয়তো ইন্টার মায়ামিকেও এনে দিতে পারেন এমএলএস শিরোপা।

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর