ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই দাপট দেখিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লুইস এনরিকের দল।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই ফ্যাবিয়ান রুইজের গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর নবম মিনিটে রুডিগারের ভুলের সুযোগ নিয়ে দেম্বেলে করেন দ্বিতীয় গোল। ২৪তম মিনিটে আবারও রুইজের গোলেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ফরাসি ক্লাবটি। বিরতিতে যাওয়ার আগেই প্রায় নিশ্চিত হয়ে যায় রিয়ালের বিদায়।
বিজ্ঞাপন
দ্বিতীয়ার্ধে কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারেনি রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৮৭তম মিনিটে গনকালো রামোস চতুর্থ গোল করে পিএসজির বড় জয় নিশ্চিত করেন। এই গোলের পর তিনি প্রয়াত সতীর্থ দিয়োগো জোটার ট্রেডমার্ক সেলিব্রেশন করেন।
রোববার (১৩ জুলাই) ফাইনালে চেলসির মুখোমুখি হবে পিএসজি। এ ম্যাচে সাবেক ক্লাব রিয়ালের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পেও ছিলেন নিস্তেজ, আর ভিনিসিউস জুনিয়রও নিজেকে মেলে ধরতে পারেননি।

