রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাজিলের কোচ হতে না হতেই এক বছরের জেল আনচেলত্তির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ০৯:২৯ পিএম

শেয়ার করুন:

ব্রাজিলের কোচ হতে না হতেই এক বছরের জেল আনচেলত্তির

বিখ্যাত ফুটবল কোচ কার্লো আনচেলত্তির নাম বিশ্বজুড়েই পরিচিত। তিনি মাঠে সফলতা এনে দিয়েছেন রিয়াল মাদ্রিদ, এসি মিলান, চেলসি, বায়ার্ন মিউনিখ এবং বর্তমানে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন। কিন্তু এবার মাঠের বাইরে এক বড় বিতর্কে জড়ালেন এই অভিজ্ঞ কোচ। 

বুধবার (৯ জুলাই) স্পেনের একটি আদালত ২০১৪ সালে কর ফাঁকির অভিযোগে তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে। পাশাপাশি ৩ লাখ ৮৬ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। 


বিজ্ঞাপন


২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত আনচেলত্তি ছিলেন রিয়াল মাদ্রিদের কোচ। অভিযোগ, ২০১৪ সালে তিনি নিজের 'ইমেজ রাইটস' বা ছবি ব্যবহারের মাধ্যমে আয় করা অর্থের ওপর প্রযোজ্য কর দেননি। স্প্যানিশ কর কর্তৃপক্ষের মতে, আনচেলত্তি স্পেনে বসবাস করছিলেন এবং সেই সময় তার কর দেওয়ার কথা ছিল।

তবে ২০১৫ সালের অভিযোগ থেকে তিনি অব্যাহতি পেয়েছেন, কারণ তখন তিনি স্পেনে ছিলেন না, বরং রিয়াল মাদ্রিদ বরখাস্ত করার পর লন্ডনে চলে গিয়েছিলেন।

স্পেনে নিয়ম অনুযায়ী, দুই বছরের কম কারাদণ্ড হলে এবং তা যদি সহিংস অপরাধ না হয়, তাহলে অপরাধী যদি আগে কোনো অপরাধ না করে থাকে, সাধারণত তাকে জেলে যেতে হয় না। আনচেলত্তির ক্ষেত্রেও তাই হতে পারে।

আনচেলত্তি এই ধরনের মামলায় প্রথম নন। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, হোসে মরিনহোর মতো অনেক বড় তারকাও স্পেনে কর ফাঁকির মামলায় অভিযুক্ত ও দণ্ডিত হয়েছেন। জানা যায়, স্পেনের কর কর্তৃপক্ষ এখন বেশ সক্রিয়ভাবে এই ধরনের মামলার তদন্ত করছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর