রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইসিসি থেকে সুখবর পেলেন জাকের-হৃদয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ০৩:২৬ পিএম

শেয়ার করুন:

আইসিসি থেকে সুখবর পেলেন জাকের-হৃদয়

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের পারফরম্যান্স হতাশাজনক হলেও, ব্যাট হাতে দারুণ লড়াই করেছেন জাকের আলি ও তাওহীদ হৃদয়। এর প্রভাব পড়েছে আইসিসি’র র‍্যাঙ্কিংয়ে। 

আইসিসির সদ্য প্রকাশিত হালনাগাদ ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী। তিন ম্যাচে ১০২ রান করা জাকের ৩২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৯তম স্থানে। সিরিজে তার সর্বোচ্চ স্কোর ছিল ৫১।


বিজ্ঞাপন


তালিকায় উন্নতি হয়েছে আরেক তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়েরও। ৩ ইনিংসে ১০৩ রান করে ৭ ধাপ এগিয়ে এখন তিনি ৫১তম স্থানে। তবে র‍্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে কয়েকজন অভিজ্ঞ ব্যাটসম্যানের। রান–খরায় থাকা নাজমুল হোসেন শান্ত ৬ ধাপ পিছিয়ে নেমেছেন ৩৪ নম্বরে। 

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৫ ধাপ পিছিয়ে ৭২তম এবং লিটন দাস ৮ ধাপ পিছিয়ে এখন ৭৮তম স্থানে আছেন। উন্নতি হয়েছে তরুণ ওপেনার তানজিদ হাসানের। শ্রীলঙ্কা সিরিজে একটি হাফসেঞ্চুরি করা এই ব্যাটার ১৯ ধাপ এগিয়ে এখন ৮৬তম।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৩০-এ বাংলাদেশের কোনো ব্যাটসম্যান নেই। শীর্ষে আছেন ভারতের শুবমান গিল (৭৮৪), এরপর যথাক্রমে বাবর আজম (৭৬৬), রোহিত শর্মা (৭৫৬), বিরাট কোহলি ও ড্যারিল মিচেল। 

বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ২ ধাপ এগিয়ে ২৬তম স্থানে উঠে এসেছেন। বর্তমান টাইগার অধিনায়ক মিরাজ একধাপ পিছিয়ে রয়েছেন ২৯তম স্থানে। বোলারদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়েরও শীর্ষ স্থান ধরে রেখেছেন লঙ্কান স্পিনার মহেশ থিকশানা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর