রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রিয়াল-পিএসজি দ্বৈরথে এবার মুখোমুখি আলোনসো-এনরিকে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

রিয়াল-পিএসজি দ্বৈরথে এবার মুখোমুখি আলোনসো-এনরিকে

রিয়াল মাদ্রিদ ও পিএসজির মধ্যকার ক্লাব বিশ্বকাপ সেমিফাইনাল শুধু হাইভোল্টেজ একটি ম্যাচই নয়, এটি আরও বড় এক গল্পের সূচনা। দুই স্প্যানিশ কোচের প্রথম মুখোমুখি লড়াই। লুইস এনরিকে বনাম জাবি আলোনসো। আধুনিক ফুটবলের দুই কৌশলী কোচ একে অপরের বিপরীতে প্রথমবার ডাগআউটে।

দুজনই নিজেদের দলের জন্য অনেকটাই ‘ইন্টারভেনশনিস্ট’ কোচ- মানে মাঠের প্রতিটা চলাফেরায় যাদের ছাপ থাকে স্পষ্ট। কৌশল, পরিকল্পনা আর প্রতিপক্ষকে বিশ্লেষণ করে খেলার ছক তৈরি করায় দুইজনই দারুণ দক্ষ।


বিজ্ঞাপন


তাদের মুখোমুখি লড়াইয়ের স্মৃতি এখনো খেলোয়াড়ি জীবনেই সীমাবদ্ধ। ২০০৩ সালের ২ নভেম্বর, আনুয়েতায় রিয়াল সোসিয়েদাদ বনাম বার্সেলোনার ম্যাচে জাবি আলোনসো ছিলেন শুরুর একাদশে, আর লুইস এনরিকে নামেন শেষ ১৫ মিনিটে। তারও তিন বছর আগে, ২০০১ সালের ২৫ জানুয়ারি, ক্যাম্প ন্যুতে বার্সা ৩-০ গোলে হারিয়েছিল সোসিয়েদাদকে। সেদিন এনরিকে ছিলেন শুরুর একাদশে, আর জাবি নামেন ম্যাচের শেষ দিকে।

এবার তারা মুখোমুখি এক মঞ্চে- ক্লাব বিশ্বকাপ সেমিফাইনাল। দুইজনই স্প্যানিশ কোচিং স্কুলের সফল উদাহরণ। ৫৫ বছর বয়সী লুইস এনরিকে পিএসজিকে এনে দিয়েছেন ইউরোপের শিরোপা, যা আনচেলত্তি, এমেরি, টুখেল, পচেত্তিনোরাও পারেননি। মিউনিখে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ক্লাব প্রেসিডেন্ট আল খেলাইফি বলে উঠেছিলেন, "ওই তো বিশ্বের সেরা কোচ।"

লুইস এনরিকের অধীনে পিএসজি এখন একেবারে অপ্রতিরোধ্য এক দল। এমবাপে বিদায় নেওয়ার পরও তিনি বলেছিলেন, "আমরা আরও ভালো দল হবো।" তিনি জানতেন, কী হারিয়েছেন, কিন্তু এটাও জানতেন- টিমওয়ার্কই দলকে এগিয়ে নেবে। মাঠে খেলা আর ফলাফলেই তার কথার সত্যতা মিলেছে। আজকের পিএসজি এক ‘অথর টিম’ যেখানে প্রতিটি দিক এনরিকের কৌশলে মোড়ানো।

অন্যদিকে, ৪৩ বছর বয়সী জাবি আলোনসো জার্মানিতে বায়ার লেভারকুসেনকে বদলে দিয়েছেন সম্পূর্ণভাবে। তার ট্যাকটিক্স, গেম ম্যানেজমেন্ট সবকিছুতেই ছিল গুছানো ছন্দ। এখন চ্যালেঞ্জ রিয়াল মাদ্রিদে- একটি বড় তারকায় ভরা দলকে ‘দল’ করে তোলা, যেখানে আগে আনচেলত্তি দক্ষভাবে ব্যবহার করতেন একেকজনের আলাদা প্রতিভা।


বিজ্ঞাপন


নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে মাত্র পাঁচ ম্যাচেই দেখা যাচ্ছে, জাবির ছোঁয়া কেমন করে বদলে দিচ্ছে দলটাকে। এক ম্যাচেই বিভিন্ন ফরমেশন, খেলোয়াড়দের ঘুরিয়ে ব্যবহার, নতুন চিন্তা- সবকিছুই জানিয়ে দিচ্ছে যে, এই দলটা এখন ‘নির্মাণাধীন’ জাবির রিয়াল।

তবে চ্যালেঞ্জ বড়- আনচেলত্তির অর্জনের ধারে-কাছে পৌঁছানোই তো এখন মিশন। তার ওপর সামনে যিনি দাঁড়িয়ে, তিনি আর কেউ নন- চ্যাম্পিয়ন লুইস এনরিকে। এই লড়াই কেবলই ম্যাচ নয়, এটি আধুনিক ফুটবলের কৌশল, ভাবনার, নেতৃত্বের লড়াই।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর