বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অন্যতম আলোচিত দুটি নাম সাকিব আল হাসান ও তামিম ইকবাল। একসময় মাঠে- মাঠের বাইরে ছিল ঘনিষ্ঠ বন্ধুত্ব, খেলেছেন কাঁধে কাঁধ মিলিয়ে, লড়েছেন দেশের জন্য। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে সেই সম্পর্কের রসায়ন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে সাকিব আল হাসান কথা বলেছেন তামিম ও তাদের সম্পর্ক নিয়ে। বলেছেন, তামিম, মুশফিক ও তিনি একসঙ্গে দীর্ঘ সময় খেলেছেন, ছিলেন কাছের মানুষ।
টাইগার অলরাউন্ডার সাকিব বলেন, ‘অনূর্ধ্ব-১৯ থেকে আমি তামিম আর মুশফিক ভাইর সঙ্গেও খেলেছি। আমরা ২০-২৫ বছর ক্রিকেট খেলেছি, অনেক ঘনিষ্ঠ। সেদিক থেকে আমি বলবো আমরা ক্রিকেটে সবচেয়ে বেশি সময় একসঙ্গে কাটিয়েছি। তারাও আমার ভালো বন্ধু।’
বিজ্ঞাপন
তবে বন্ধুত্ব নিয়ে সাকিবের দৃষ্টিভঙ্গি এখন অনেক পরিণত। জানালেন, বয়স ও অভিজ্ঞতা তাকে শিখিয়েছে, ‘বেস্ট ফ্রেন্ড’ বলে আদতে কিছু নেই। ‘কাউকে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো কঠিন। ক্রিকেটের বাইরে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো উচিত। এই বয়সে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, তা হচ্ছে বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই। যে বন্ধুকে আপনি বিশ্বাস করতে পারেন, সেই আপনার বেস্ট ফ্রেন্ড।’
তবে ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে রুবেল হোসেন ও তাসকিন আহমেদের নাম আলাদাভাবে উল্লেখ করেছেন সাকিব। জানিয়েছেন, ক্রিকেটের বাইরেও তাদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগত। ‘আমি সম্ভবত রুবেল হোসেনের নাম বলবো। আমাদের দারুণ সময় কেটেছে। ক্রিকেটের বাইরে আমি, রুবেল, তাসকিনের সঙ্গে অনেক মজা করে সময় পার করেছি।’
এদিকে, কিছুদিন আগেই তামিম ইকবালও সাকিবকে নিয়ে কথা বলেন। এক সাক্ষাৎকারে সাকিবকে বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ক্রীড়াবিদ আখ্যা দিয়ে বলেন, ‘সাকিবের সঙ্গে আমার সম্পর্ক সবসময়ই ইতিবাচক ছিল। অনেকেই বলে আমরা দুজন তারকা, তাই দ্বন্দ্ব হয়েছে। আমি সেটা মনে করি না। বরং আমি তো বলছি, সাকিবই বাংলাদেশের সেরা।’
তামিম আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব বিভ্রান্তিকর জিনিস দেখা যায়, তা নোংরামি। বাস্তবে সাকিব ও তামিম একে অপরের প্রতি সম্মান রেখেই চলেন। খেলোয়াড় সাকিব আমার কাছে অনেক বড়। অন্য কোনও মতামত দেওয়ারও প্রয়োজন নেই, নেওয়ারও দরকার নেই।’

