রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দ্বিতীয়বার সুযোগ পেলেও লারার ৪০০ রানের রেকর্ড ভাঙবেন না মুল্ডার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ১০:৩৭ এএম

শেয়ার করুন:

দ্বিতীয়বার সুযোগ পেলেও লারার ৪০০ রানের রেকর্ড ভাঙবেন না মুল্ডার

বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে ‘কোয়াড্রপল’ সেঞ্চুরি করার সুযোগ পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডার। তখন তার সামনে ছিল ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড স্পর্শ বা ভাঙার সুবর্ণ সুযোগও। কিন্তু ঠিক সেই সময়েই সবাইকে চমকে দিয়ে মুল্ডার ঘোষণা করলেন প্রোটিয়াদের প্রথম ইনিংস, যখন তিনি ব্যক্তিগতভাবে ৩৬৭ রানে অপরাজিত ছিলেন।

এতে অক্ষত রইল লারার রেকর্ড। ম্যাচের দ্বিতীয় দিনের শেষে মুল্ডার জানালেন, লারাকে শ্রদ্ধা জানাতেই তিনি রেকর্ডের পেছনে ছুটেননি। এমনকি ভবিষ্যতে আবার সুযোগ এলেও তিনি লারার রেকর্ড ভাঙবেন না বলেই জানিয়েছেন।


বিজ্ঞাপন


মুল্ডারের কথায়, “ব্রায়ান লারা একজন কিংবদন্তি। তার ৪০০ রানের ইনিংসটা ইংল্যান্ডের বিপক্ষে বিশেষ কিছু ছিল। এই রেকর্ডটা কিংবদন্তির কাছেই থাকা উচিত। কোচ শুকরি কনরাডের সাথেও কথা বলেছি, তিনিও বলেছেন, ‘রেকর্ডটা লারার কাছেই থাকতে দাও।’”

যদিও লারার রেকর্ড না ভাঙলেও, প্রোটিয়াদের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস এখন মুল্ডারের দখলে। তিনি পেছনে ফেলেছেন হাশিম আমলার ৩১১ রানের ইনিংসকেও। আর একদিক থেকে তো অনন্যই তিনি, বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টেই ট্রিপল সেঞ্চুরি করেছেন মুল্ডার।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর