রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লারাকে ছোঁয়া হলো না মুল্ডারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ০৫:৩২ পিএম

শেয়ার করুন:

লারাকে ছোঁয়া হলো না মুল্ডারের

বুলাওয়েতে টেস্ট ইতিহাসে এক অবিশ্বাস্য ইনিংস উপহার দিলেন উইয়ান মুলডার। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথমবার নেতৃত্ব দিতে নেমেই গড়লেন রেকর্ডের বন্যা। জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ৩৬৭ রান করে গড়লেন টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, সেটিও নিজের ২১ তম টেস্টেই।

দ্বিতীয় দিনের লাঞ্চে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার ইনিংস ৬২৬/৫ রানে। মুলডার তখন ছিলেন ৩৬৭ রানে অপরাজিত। কেবল ৩৩ রান দূরে ছিলেন ব্রায়ান লারার ঐতিহাসিক ৪০০ রানের রেকর্ড থেকে, যেটা আজও টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। তবুও দলীয় সিদ্ধান্তেই ইনিংস ঘোষণা করে দেন এই তরুণ অধিনায়ক। আর এতেই আলোচনার কেন্দ্রে মুলডার। ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার জন্য।


বিজ্ঞাপন


প্রথম দিন শেষ করেছিলেন ২৬৪* রানে। দ্বিতীয় দিনের শুরুতেই ২৯৭ বলে পূর্ণ করেন ত্রিশতক। শুধু বীরেন্দর শেবাগই (২৭৮ বলে) টেস্টে আরও দ্রুত ত্রিশতক করেছেন। এই ইনিংসের মাধ্যমে তিনি হলেন ২৯তম ক্রিকেটার, আর দক্ষিণ আফ্রিকার মাত্র দ্বিতীয় ব্যাটার যিনি টেস্টে ৩০০ প্লাস ইনিংস খেলেছেন। এর আগে হাশিম আমলা করেছিলেন ৩১১* (২০১২ সালে)।

মুলডারের ৩৬৭ রানের ইনিংসে ছিল ৪৯টি চার ও ৪টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ১০৯.৮৮ যা টেস্ট ইতিহাসে যেকোনো ত্রিশতকধারীর মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় দিনের সকালে উইকেটরক্ষক কাইল ভারেইনের সঙ্গে মিলে মাত্র ৩৭ বলে যোগ করেন আরও ৬৭ রান।

এর মাঝে একে একে পেছনে ফেলেন স্যার লেন হাটন (৩৬৪), স্যার গ্যারফিল্ড সোবার্স (৩৬৫*)—তালিকার উপরে এখন শুধু *জয়াবর্ধনে (৩৭৪), লারা (৩৭৫ ও ৪০০), হেইডেন (৩৮০)**। মূল অধিনায়ক কেশব মহারাজ চোটে ছিটকে যাওয়ায় ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে টেস্টে নেমেছিলেন মুলডার। আর তাতেই রচনা করলেন রূপকথার মতো ইনিংস। ত্রিশতক পাওয়া প্রথম টেস্ট অধিনায়ক হওয়ার গৌরবও এখন তার দখলে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর