ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলছে শ্রীলঙ্কা। ১-০ টেস্ট সিরিজ জিতে নিয়েছে লঙ্কানরা। এখন চলছে ওয়ানডে সিরিজের খেলা। দুই ম্যাচ শেষে দুই দলই আছে ১-১ সমতায়। একদিনের ক্রিকেটের সিরিজ শেষ হলে টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে স্বাগতিকরা। আসন্ন এ সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।
বাংলাদেশের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য ১৭ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে লঙ্কানরা। চারিত আসালাঙ্কার অধীনে দলে ফিরেছেন সাবেক অধিনায়ক দাশুন শানাকা ও অলরাউন্ডার চামিকা করুনারত্নে।
বিজ্ঞাপন
শ্রীলঙ্কার জার্সিতে শানাকা সবশেষ খেলেছেন ২০২৪ সালের জুলাই মাসে। দীর্ঘ এক বছর পর আবার জাতীয় দলে ফিরছেন তিনি। এছাড়া দলে আছেন ওয়ানডে দলে থাকা কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গারা। টি-টোয়েন্টি দলে আরও থাকবেন মহীশ তিকশানা ও মাথিশা পাথিরানা।
দুই দলের টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ১০ জুলাই, পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ জুলাই, আর তৃতীয় ম্যাচ ১৬ জুলাই অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
বাংলাদেশ সিরিজের জন্য শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল
চারিত আসালাঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাতিশা পাতিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্ডো, ঈশান মালিঙ্গা।

