জাতীয় দলে এক প্রকার নির্বাসিতই হয়ে পড়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামতে আবার স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি। শ্রীলঙ্কা সফরের টি-টোয়ন্টি সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন তিনি। দেশের হয়ে তিনি সবশেষ মাঠে নেমেছিলেন গত বছরের মে মাসে। এরপর দীর্ঘ ১৪ মাসের অপেক্ষা।
২০২৪ সালের বিপিএলে ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন সাইফউদ্দিন। এরপর গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ডাক পাওয়ার দৌড়েও ছিলেন তিনি। আইসিসির এ টুর্নামেন্টের আগে তিনি ডাক পেয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। সেই সিরিজে তিনি ৪ ম্যাচে নিয়েছিলেন ৮ উইকেট। তবুও বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। এরপর খেলতে পারেননি ‘এ’ দলের হয়ে এবং কানাডার গ্লোবাল টি–টোয়েন্টি লিগেও।
বিজ্ঞাপন
সবশেষ বিপিএলে বাংলাদেশের এই পেস বোলিং অলরাউন্ডার খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। ১২ ইনিংসে ১২ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৮ ইনিংসে ১৫৮.৩১ স্ট্রাইক রেটে করেন ১১১ রান। এবার তিনি ডাক পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দলে। শ্রীলঙ্কার উদ্দেশ্যে আজ দেশ ছেড়েছেন এই অলরাউন্ডার। যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের জানিয়েছেন, দলে ডাক পাওয়ার চাইতে জায়গাটা ধরে রাখাই বেশি কঠিন।
সাইফউদ্দিন বলেন, ‘যাত্রাটা অনেক লম্বা ছিল। ১৩ মাস পর আবার জাতীয় দলে সুযোগ পেয়েছি। সুযোগ পাওয়ার চেয়ে জায়গাটা ধরে রাখা অনেক কঠিন, সেই লক্ষ্যই থাকবে। যেহেতু কয়েকটা ক্যাম্প করেছি মিরপুরে এবং চট্টগ্রামে, চেষ্টা করেছি নিজেকে ছাড়িয়ে যাওয়ার। কতটা পেরেছি জানি না, হয়তো নির্বাচকেরা আমার প্রতি সন্তুষ্ট ছিলেন, যার কারণে এই সুযোগ পাওয়া।’
লম্বা সময় পর আবার ফিরছেন জাতীয় দলে, এই সময়ের মাঝে বোলিংয়ে নতুন কোনো অস্ত্র যোগ হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেগুলো আমার আগের স্টক ছিল। সুইং, ইয়র্কার, লাইন-লেংথ ঠিক রাখা—এসব নিয়ে কাজ করেছি। ক্যাম্পে নাজমুল ভাই ছিলেন। ওনার সঙ্গে কথা বলেছি। সব মিলিয়ে চেষ্টা করছি। দেখা যাক, কী হয়।’
বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও এখন থেকে ভালো করার চেষ্টা করবেন জানিয়ে সাইফউদ্দিন বলেন, ‘তানজিম সাকিবের যদি গত ম্যাচ (শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে) দেখেন...ওর ছোট একটা ক্যামিও বাংলাদেশের জয়ের জন্য বেশ কাজে লেগেছে। আপনি যদি ইংল্যান্ড দলটা দেখেন, দুই-তিনজন পেস বোলিং অলরাউন্ডার খেলে। যত বেশি অলরাউন্ডার খেলবে, দল ও দেশের জন্য তত ভালো। আমিও চেষ্টা করব ভালো করার, সেটা ব্যাটিং হোক কিংবা বোলিং।’

