গ্লোবাল সুপার লিগে সাকিব আল হাসানকে নিয়ে অংশগ্রহণের আগ্রহ দেখিয়েছিল বাংলাদেশের রংপুর রাইডার্স। কিন্তু শেষ মুহূর্তে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাকে ছাড়াই ক্যারিবিয়ান অঞ্চলে উড়াল দেয় দলটি। তবে সাকিব আসন্ন গ্লোবাল সুপার লিগে খেলার সুযোগ পেলেন। তবে বাংলাদেশের দলের হয়ে নয়, দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন এই তারকা অলরাউন্ডার।
রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় দুবাই ক্যাপিটালস কর্তৃপক্ষ। তারা জানায়, দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজের পরিবর্তে সাকিবকে দলে নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
অনেকদিন পর বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন সাকিব। অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও আন্তর্জাতিক মানের পারফরম্যান্স দিয়ে তিনি হতে পারেন দলের বড় ভরসা। দুবাই ক্যাপিটালস হলো ২০২৩ সালের আইএলটি-টোয়েন্টি চ্যাম্পিয়ন দল। এবার গ্লোবাল সুপার লিগে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেই অংশ নিচ্ছে তারা।
টুর্নামেন্টটি শুরু হবে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। অংশ নিচ্ছে মোট পাঁচটি দল- রংপুর রাইডার্স (বাংলাদেশ), সেন্ট্রাল স্ট্যাগস (নিউজিল্যান্ড), গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স (ওয়েস্ট ইন্ডিজ), হোবার্ট হারিকেনস (অস্ট্রেলিয়া), দুবাই ক্যাপিটালস (সংযুক্ত আরব আমিরাত)
প্রতিটি দল লিগ পর্বে চারটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ১৮ জুলাইয়ের ফাইনাল ম্যাচে।
সাকিবের ম্যাচ সূচি (দুবাই ক্যাপিটালস):
বিজ্ঞাপন
১০ জুলাই – সেন্ট্রাল স্ট্যাগস
১১ জুলাই – হোবার্ট হারিকেনস
১৩ জুলাই– গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স
১৬ জুলাই– রংপুর রাইডার্স
সবচেয়ে বেশি নজর এখন থাকবে ১৬ জুলাইয়ের ম্যাচে, যেখানে সাকিব মুখোমুখি হবেন তার পুরোনো দলের, রংপুর রাইডার্সের।

