লিডসে দুর্দান্ত খেলার পরও পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল ভারতকে। এবার তা হতে দেননি শুবমান গিল-লোকেশ রাহুলরা। এজবাস্টনে ৩৩৬ রানের জয়ে হাসিমুখে মাঠ ছেড়েছেন। তাতে সিরিজে ১-১ সমতা ফিরে লড়াই জমে উঠেছে দুই দলের।আসছে বৃহস্পতিবার তৃতীয় টেস্ট মাঠে গড়াবে লর্ডসে। দ্বিতীয় টেস্টে ভারতের কাছে হারের পর সেই টেস্টের ১৬ সদস্যের দলে বেশ পরিবর্তন নিয়ে এসেছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট।
টানা খেলার ধকল সামলাতে এবং শরীরিক ক্লান্তি দূর করতে প্রথম দুই টেস্টে ইংল্যান্ডের মূল তিন পেসার ব্রাইডন কার্স, জশ টাং ও ক্রিস ওকসে বসিয়ে দিয়েছে ইংল্যান্ড। নতুন করে দলে ডাকা হয়েছে গাস অ্যাটকিনসনকে। তার সঙ্গে স্কোয়াডে আরও আছেন জফরা আর্চার, স্যাম কুক ও জেমি ওভারটন।
বিজ্ঞাপন
ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বলেন, 'এই সিরিজে আমরা প্রচুর সময় মাঠে কাটিয়েছি, অনেক ওভার করেছি। সামনে দ্রুত আরেকটি ম্যাচ আছে, তাই খেলোয়াড়দের ফিটনেস দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কিছু পরিবর্তন আসাটা স্বাভাবিক।'
স্টোকস আরও জানান, 'আমরা অতীতেও জয় ও হার দুইটাই দেখেছি। তবে মানসিকভাবে স্থির থাকার চেষ্টা করি। এ হার ভুলে সামনে ভালোভাবে ঘুরে দাঁড়ানোই এখন লক্ষ্য।'
এদিকে, চোট থেকে ফেরা জফরা আর্চারও এবার টেস্ট দলে জায়গা পেয়েছেন। ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানিয়েছেন, 'আর্চার এখন পুরোপুরি ফিট। আমাদের কয়েকজন বোলার টানা দুটি টেস্ট খেলেছে, তাই পরিবর্তন আসাটা জরুরি। আর্চার অবশ্যই বিবেচনায় থাকবে।'
ইংল্যান্ডের স্কোয়াড (তৃতীয় টেস্ট): বেন স্টোকস (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রোলি, বেন ডাকেট, জেমি ওভারটন, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টাং ও ক্রিস ওকস।

