রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রোটিয়া ব্যাটারের এক ইনিংসে রেকর্ডবইয়ে তোলপাড়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ১২:২৩ পিএম

শেয়ার করুন:

প্রোটিয়া ব্যাটারের এক ইনিংসে রেকর্ডবইয়ে তোলপাড়

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে রেকর্ড গড়া এক ইনিংস খেলেছেন দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার। ম্যাচের প্রথম দিনেই তিনি অপরাজিত ২৬৪ রান করেন, যা টেস্ট ইতিহাসে একাধিক রেকর্ড গড়ে ফেলেছে। চলুন দেখে নিই, কী কী কীর্তি গড়েছেন এই প্রোটিয়া অধিনায়ক। 

টেস্ট ইতিহাসে অধিনায়কত্বে অভিষেক ম্যাচে মুল্ডারের অপরাজিত ২৬৪ রানের ইনিংসই এখন সর্বোচ্চ। ১৯৬৮ সালে নিউজিল্যান্ডের গ্রাহাম ডোলিং করেছিলেন ২৩৯ রান। জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সেরা ইনিংস, গ্যারি কারস্টেনের ২০০১ সালের ২২০ রানের রেকর্ড ভেঙে দিয়েছেন মুল্ডার। 


বিজ্ঞাপন


দ্রুততম ডাবল সেঞ্চুরির তালিকায় দ্বিতীয়, মাত্র ২১৪ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন, দক্ষিণ আফ্রিকার পক্ষে দ্বিতীয় দ্রুততম। প্রথম স্থানে আছেন হার্শেল গিবস (২১১ বল)। মুল্ডার ইনিংসে মেরেছেন ৩৪টি চার ও ৩টি ছক্কা, মোট ৩৭টি বাউন্ডারি। দক্ষিণ আফ্রিকার এক ইনিংসে এটিই এখন সর্বোচ্চ।

একদিনে সর্বোচ্চ রানে দক্ষিণ আফ্রিকান ব্যাটার মুল্ডারের ২৬৪ রান এখন একদিনে কোনো প্রোটিয়া ব্যাটারের সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল গিবসের ২২৮। টেস্টের প্রথম দিনে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস, প্রথম দিনে ডন ব্র্যাডম্যানের ৩০৯ রানের পরই আছেন মুল্ডার। এছাড়া চা-বিরতির পর ১৩১ রান করেন তিনি। টেস্ট ইতিহাসে এক সেশনে সপ্তম সর্বোচ্চ এবং দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ।

২৫৯ বলে ২৬৪ রানের ইনিংসে মুল্ডারের স্ট্রাইক রেট ১০১.৯৩। টেস্টে ২৫০+ স্কোর করা ইনিংসে এটি অন্যতম দ্রুততম। প্রোটিয়াদের একদিনে সর্বোচ্চ দলীয় সংগ্রহ, প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৪ উইকেটে ৪৬৫ রান। এটি টেস্টে একদিনে তাদের সর্বোচ্চ দলীয় রান।

চতুর্থ উইকেটে দ্রুততম বড় জুটি, লোহওয়ান-দ্রে প্রিটোরিয়াসকে নিয়ে ১৮৫ বলে ২১৭ রানের জুটি গড়েন। দেশের বাইরে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ চতুর্থ উইকেট জুটি এটি। ওভারপ্রতি ৭-এর বেশি রান তোলা একমাত্র ২০০+ জুটিও।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর