বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়ে গড়েছে অনন্য এক ইতিহাস। তাদের এই অর্জনে গর্বিত গোটা জাতি। আর এই সাফল্যের পর এবার আরও বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলের জন্য ঘোষণা করা হয়েছে নতুন লক্ষ্য মিশন অস্ট্রেলিয়া।
রোববার মধ্যরাতে দেশে ফেরে এই ঐতিহাসিক দল। এরপর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে আয়োজন করা হয় এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠান।
বিজ্ঞাপন
সেখানে বক্তব্য রাখতে গিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আপনারা শুধু মাঠে ভালো খেলেননি, সমাজ বদলের এক নতুন পথও দেখিয়েছেন। নারী সমাজ, দেশ এবং বিশ্বের নারীদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই।’
তিনি আরও বলেন,‘এই জয় শুধু আপনাদের ২৩ জনের নয়, এটি পুরো ১৮ কোটি মানুষের সম্মিলিত সাফল্য। আমরা সবসময় আপনাদের পাশে আছি। এখন আমাদের পরবর্তী লক্ষ্য—মিশন অস্ট্রেলিয়া।’
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের মূল পর্ব। সেখানে যদি দল সেরা ছয়ের মধ্যে জায়গা করে নিতে পারে, তাহলে নিশ্চিত হবে নারী ফুটবল দলের বিশ্বকাপের টিকিট।
তাবিথ আউয়াল আরও বলেন, ‘আপনারা দেখিয়ে দিয়েছেন, অসম্ভব বলে কিছু নেই। এই অর্জন আমাদের আত্মবিশ্বাস দিয়েছে, নতুন স্বপ্ন দেখার সাহস দিয়েছে। এখন আমরা আরও বড় লক্ষ্য ছুঁতে চাই।’

