চমক দেখালো বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ হকি দল। এশিয়া কাপে স্বাগতিক চীনকে ঘরের মাঠে বাংলাদেশি যুবারা হারাল ৫-২ গোলের বড় ব্যবধানে। এই আসরে এটি তাদের টানা তৃতীয় জয়।
রোববারের (৬ জুলাই) ম্যাচের সপ্তম মিনিটে ইসমাইলের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিশাল আহমেদের হিটে ব্যবধান হয় দ্বিগুণ। দ্বিতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি।
বিজ্ঞাপন
তৃতীয় কোয়ার্টারে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করে স্বাগতিক চীন। জনি ইসলাম, ইসমাইল ও অমিত হাসানের গোলে বাংলাদেশ জয়ের পথে থাকে। চতুর্থ কোয়ার্টারে আরও এক গোল পরিশোধ করে চীন খেলায় ফেরার আরেক দফা চেষ্টা করে। ম্যাচের বাকি সময় বাংলাদেশ সতর্কতামূলক খেলে জয় নিয়ে মাঠ ছাড়ে।
এর আগে হংকংয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে পুল পর্ব শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল। আজ চীনকে হারিয়ে সেমিফাইনালে উঠার পথে অনেকটা এগিয়ে গেল তারা।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে জিতলে সেমিফাইনালে উঠার রাস্তা আরও খানিকটা সহজ হয়ে যাবে জুনিয়র টাইগারদের জন্য।
এএইচ