বুধবার, ৯ জুলাই, ২০২৫, ঢাকা

মেসির জোড়া গোলে দুর্দান্ত জয় মিয়ামির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫, ০৬:৩৮ পিএম

শেয়ার করুন:

মেসির জোড়া গোলে দুর্দান্ত জয় মিয়ামির

এক মাস পর এমএলএসে ফিরেই বাজিমাত করল ইন্টার মায়ামি। লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে শনিবার রাতে মন্ট্রিয়ালের মাঠে ৪-১ গোলের জয়ে হ্যাটট্রিক জয় তুলে নিল দলটি।

ম্যাচের শুরুটা যদিও দারুণ করেছিল সিএফ মন্ট্রিয়াল। মাত্র দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় তারা। মেসির ভুলে বল পেয়ে যান প্রিন্স ওউসু, ডি-বক্সের সামনে থেকে নিচু শটে বল পাঠিয়ে দেন গোলরক্ষক উস্তারির দুই পায়ের ফাঁক দিয়ে জালে।


বিজ্ঞাপন


এরপর প্রথম ১০ মিনিট মায়ামি একটিও শট নিতে পারেনি। ১৩ মিনিটে কর্নার থেকে সুযোগ পেলেও গোলরক্ষক সিরোয়া দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন। ১৫ মিনিটে জর্দি আলবার শটও ঠেকিয়ে দেন তিনি, বল লেগে যায় পোস্টে। ২০ মিনিটে সিরোয়া দৌড়ে এসে ছিনিয়ে নেন টাডেও আলেন্দের গোলের সুযোগ। ২৭ মিনিটে আবার সামনে এসে ঠেকিয়ে দেন তেলাস্কো সেগোভিয়ার আক্রমণ।

অবশেষে ৩৩ মিনিটে গোলের দেখা পায় মেসির দল। বক্সের ডান দিক থেকে মেসির পাস পেয়ে আলেন্দে জোরালো শটে গোল করেন, স্কোরলাইন হয় ১-১। এর সাত মিনিট পরেই স্কোরলাইনে ফের পরিবর্তন। এবার নিজেই গোল করেন মেসি। ডান দিক থেকে কেটে ভেতরে ঢুকে বক্সের কোণায় নিখুঁত শটে দলকে ২-১-এ এগিয়ে দেন আর্জেন্টাইন মহাতারকা।

৬০ মিনিটে দুর্দান্ত এক গোল করেন সেগোভিয়া। বক্সের বাইরে থেকে নেওয়া তার শট ক্রসবার ঘেঁষে জালে জড়িয়ে যায়, স্কোরলাইন হয় ৩-১। এরপর মাত্র ২ মিনিটের মধ্যে আবারও গোল মেসির। মাঝমাঠ থেকে বল নিয়ে একাই ঢুকে পড়েন বক্সে। কিছুক্ষণের জন্য বল হারালেও মন্ট্রিয়াল ডিফেন্ডাররা তা পরিষ্কার করতে ব্যর্থ হন। সুযোগ বুঝে আবারও বল পেয়ে জালে পাঠিয়ে দেন মেসি- ম্যাচে তার দ্বিতীয় ও দলের চতুর্থ গোল।

এই জয়ের মাধ্যমে মায়ামির পয়েন্ট হলো ৩২, ১৭ ম্যাচে ৯ জয় ও ৫ ড্র। অপরদিকে, মাত্র ৩ জয় নিয়ে টেবিলের নিচে পড়ে আছে মন্ট্রিয়াল (১৪ পয়েন্ট)। মেসি নিজে যেমন ছন্দে ফিরেছেন, তেমনি ফিরিয়েছেন পুরো দলকেও। এমএলএসে আবারও রাজত্ব করার বার্তা দিয়ে দিলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর