শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব

গ্লোবাল সুপার লিগে আবার দেখা যাবে সাকিব আল হাসানকে। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ চোট পেয়ে ছিটকে পড়ায়, তার জায়গায় দুবাই ক্যাপিটালস দলে যোগ দিচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।

সুপার লিগের এবারের আসরে প্রতিটি দল লিগ পর্বে খেলবে ৪টি করে ম্যাচ। সোজা হিসেব- যারা লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকবে, তারা সরাসরি খেলবে ১৮ জুলাই ফাইনালে। প্লে-অফের কোনো সুযোগ থাকছে না এবারের আসরে।


বিজ্ঞাপন


দুবাই ক্যাপিটালস তাদের লিগ যাত্রা শুরু করবে ১০ জুলাই, প্রতিপক্ষ সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১১ জুলাই খেলবে হোবার্ট হারিকেনস-এর বিপক্ষে। ১৩ জুলাই মুখোমুখি হবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, আর লিগ পর্বের শেষ ম্যাচটি খেলবে ১৬ জুলাই, রংপুর রাইডার্সের বিপক্ষে।

রংপুর রাইডার্স এবারও সুপার লিগে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে। তারা মাঠে নামবে ১৩ জুলাই, গায়ানার বিপক্ষে ম্যাচ দিয়ে। পরদিন, ১৪ জুলাই খেলবে হোবার্টের বিপক্ষে। ১৬ জুলাই মুখোমুখি হবে সাকিবের দুবাইয়ের সঙ্গে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ জুলাই, প্রতিপক্ষ সেন্ট্রাল স্ট্যাগস।

গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে নামছে মাঠে। সেই প্রথম আসরে দলকে নেতৃত্ব দিয়েছিলেন নুরুল হাসান সোহান। দুর্দান্ত পারফরম করেছিল সৌম্য সরকার ও কামরুল ইসলাম রাব্বি। এবার দেখার বিষয়, সাকিব আল হাসানের অভিজ্ঞতায় ভর করে দুবাই কতদূর যেতে পারে, আর রংপুর কি পারবে শিরোপা ধরে রাখতে?

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর