এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্টে শুভমান গিল আবারও ব্যাট হাতে জাদু দেখালেন। প্রথম ইনিংসে ২৬৯ রানের বিশাল ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও থামলেন না, এবার তুললেন ১৬১। এই দুই ইনিংসের কল্যাণে ইংল্যান্ডকে ভারতের দেওয়া লক্ষ্য দাঁড়াল ৬০৮ রান যা যে কোনো দলের জন্য পাহাড়সম চ্যালেঞ্জ।
এই দুই ইনিংসেই গিল গড়েছেন ও ভেঙেছেন একাধিক রেকর্ড। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো, টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে তিনিই প্রথম ব্যাটার, যিনি এক ম্যাচে ডাবল সেঞ্চুরি ও দেড়শ রানের ইনিংস খেললেন।
বিজ্ঞাপন
শনিবার গিলের ব্যাটিং শোয়ের পর আবার বল হাতে আলো ছড়ালেন মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ। নতুন বল হাতে দুজনেই ইংলিশ ব্যাটিংয়ে হানা দেন, ভারতের সিরিজ সমতায় ফেরার স্বপ্নটা তাই আরেকটু এগিয়ে গেল।
চতুর্থ দিনের টি-ব্রেকের পর ভারতের ৪২৭/৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন অধিনায়ক গিল। ইংল্যান্ডের সামনে তখন লক্ষ্য ৬০৮ রান। এই টার্গেট পেরনোর নজির টেস্ট ইতিহাসেই একটাই। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেন্ট জনসে ৪১৮ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের নিজের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড ৩৭৮ রান, তাও এই এজবাস্টনেই, তিন বছর আগে ভারতের বিপক্ষে।
কিন্তু এবারের অবস্থা ভিন্ন। শনিবার দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৭২/৩। হাতে ৭ উইকেট, লক্ষ্য এখনো ৫৩৬। এ দলটা 'বাজবল' যুগে একাধিক অসম্ভবকে সম্ভব করেছে ঠিকই, কিন্তু এবারকার টার্গেট একেবারেই দুঃস্বপ্নের মতো। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ১৫৮ রান করে দলকে বাঁচিয়ে রাখা হ্যারি ব্রুক এখনো অপরাজিত ১৫ রানে।
ভারতের হয়ে প্রথম ইনিংসে ৬-৭০ নিয়ে তাণ্ডব চালানো মোহাম্মদ সিরাজ এবারও শুরুতেই ধাক্কা দেন, জাক ক্রলিকে শূন্য রানে ফেরান। এরপর আকাশ দীপও চাপ বাড়ান, টপ অর্ডার কাঁপিয়ে তোলেন দুজন মিলে। এখন দেখার, শেষ দিনে কি আবার বাজবে বাজবলের ঢোল, নাকি ভারতের বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়বে ইংলিশ লড়াই।