শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হেরে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। এরপর গতকাল দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়ে টাইগাররা। পারভেজ ইমনের ৬৭ আর তাওহিদ হৃদয়ের ৫১ রান, এরপর শেষদিকে তানজিম সাকিবের ৩৩ রানের ইনিংসের সুবাদে বাংলাদেশ পায় ২৪৮ রানের দেখা। লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের খুব কাছেই পৌঁছে গিয়েছিল লঙ্কানরা। তবে শেষ পর্যন্ত লাল-সবুজের দল জয় ছিনিয়ে নেয় বোলারদের দুর্দান্ত পারফর্ম্যান্সের সুবাদে। আর বল হাতে সফরকারীদের জয়ের নায়ক তানভীর ইসলাম।
লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়েই অভিষেক হয়েছে তানভীরের। আর নিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচেই ম্যাচ জেতানো বোলিং করেছেন ২৮ বছর বয়সী এই স্পিনার। ৩৯ রানে ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। ম্যাচ জেতানোর পর তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস ছিল ওই রান নিয়েই আমরা জিততে পারব। যখন আমি ২ ওভারে ২২ রান দিয়ে ফেললাম, তখন অধিনায়ক আমার কাছে এসে বললেন, ‘‘বোলাররাই মার খায়। তুমি পারবে। রক্ষণাত্মক বোলিং করার দরকার নেই। উইকেট নেওয়ার বল করো।’’’
বিজ্ঞাপন
তানভীর বলেন, ‘আমি মনে করি না বয়সের সঙ্গে খেলার কোনো সম্পর্ক আছে। যদি ভালো পারফর্ম করি, তাহলে ভালো কিছু হবে, এটাই আমার ভাবনা ছিল। আমি কখনো বয়সভিত্তিক ক্রিকেট খেলিনি। আমার ক্যারিয়ার শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে। আমি ভেবেছি, এটাই হয়তো আমার লক্ষ্যে পৌঁছানোর উপায়। আলহামদুলিল্লাহ, এখন আমার আন্তর্জাতিক ম্যাচেও ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার আছে।’
এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মেহেদী মিরাজ বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলেছি। তবে কিছু জায়গায় আরও ভালো করতে পারতাম। আমরা পুরো ৫০ ওভার ব্যাট করতে পারিনি। আমরা যে জুটি গড়েছিলাম, সেটাকে কাজে লাগাতে পারিনি। মাঝখানে উইকেট হারিয়ে ফেলেছি। যদি সেগুলো না হারাতাম, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।’