বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ঢাকা

ডর্টমুন্ডকে হারিয়ে সেমিতে পিএসজিকে পেল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫, ১১:১২ এএম

শেয়ার করুন:

ডর্টমুন্ডকে হারিয়ে সেমিতে পিএসজিকে পেল রিয়াল মাদ্রিদ

ক্লাব বিশ্বকাপে চরম উত্তেজনার ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শেষ দিকে নাটকীয়তা থাকলেও শুরুতে ম্যাচ নিয়ন্ত্রণে রেখে গোল করেন গঞ্জালো গার্সিয়া ও ফ্রান গার্সিয়া। শেষের দিকে যোগ দেন কিলিয়ান এমবাপ্পেও, বাইসাইকেল কিকে নিজের প্রথম গোলটি করে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দেন।

এই জয়ে সেমিফাইনালে রিয়ালের প্রতিপক্ষ এখন এমবাপ্পের সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচটি হবে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে আগামী বুধবার।


বিজ্ঞাপন


ম্যাচের ১০ মিনিটেই রিয়াল এগিয়ে যায় তরুণ ফরোয়ার্ড গঞ্জালো গার্সিয়ার গোলে। এর আগে এই টুর্নামেন্টে তিন গোল করা গার্সিয়া এবারও একদম কাছ থেকে আরদা গুলারের দুর্দান্ত ক্রসে জালের দেখা পান। ২০ মিনিটে স্কোরলাইন ২-০ করেন ফ্রান গার্সিয়া। ডানদিক দিয়ে বেলিংহ্যাম ও গার্সিয়ার রসায়নে বানানো বল যায় বাঁ দিকে, সেখান থেকে গার্সিয়া নিচু শটে বল পাঠান জালে।

পুরো ম্যাচে রিয়াল মাদ্রিদ ছিল অনেকটাই নিয়ন্ত্রণে। প্রথমার্ধেই আরও গোলের সুযোগ ছিল বেলিংহ্যাম ও ভিনিসিয়ুস জুনিয়রের। দ্বিতীয়ার্ধে চুয়ামেনির একটি শট বার কাঁপালেও গোল হয়নি। শেষ দিকে তিন মিনিট যোগ হওয়ার পর নাটক শুরু হয়। ডর্টমুন্ডের ম্যাক্সিমিলিয়ান বেয়ের ৯৩ মিনিটে একটি গোল করে ব্যবধান কমান। তার ঠিক পরেই আসে এমবাপ্পের মুহূর্ত।

বেলিংহ্যামের বদলি হিসেবে নেমে পেছনের পোস্টে গুলারের ক্রসে এক অসাধারণ বাইসাইকেল কিকে গোল করেন এমবাপ্পে, এই মৌসুমে ক্লাব ফুটবলে এটি তার ৪৪তম গোল। শেষ বাঁশি বাজার আগে রিয়ালের ডিন হুইসেন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গুইরাসিকে ফাউল করে। সেই পেনাল্টি থেকে গুইরাসি গোল করে ব্যবধান ৩-২ করলেও হার এড়াতে পারেনি ডর্টমুন্ড।

ম্যাচ শেষে রিয়াল কোচ জাবি আলোনসো বলেন, "প্রথম ৮০ মিনিট দারুণ নিয়ন্ত্রণে ছিলাম। শেষ ১০ মিনিটে কিছু ভুল হয়েছে, তবে সামগ্রিকভাবে ছেলেরা দুর্দান্ত খেলেছে। পিএসজির সঙ্গে লড়াইটা দারুণ হবে।" ডর্টমুন্ড কোচ নিকো কোভাচ বলেন, "হারলেও এটা ব্যর্থতা নয়। রিয়ালের বিপক্ষে লড়াই করে আমরা আমাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছি।"


বিজ্ঞাপন


উল্লেখ্য, ২০২৪ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পুনরাবৃত্তি ছিল এই ম্যাচ, যেখানে রিয়াল ২-০ গোলে জিতেছিল। এবারও জয়টাই লেখা ছিল তাদের নামেই, তবে অনেক বেশি নাটকীয়তায় ভরা এক ম্যাচে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর