শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঠিক সেরকমই না হলেও ব্যাটিংয়ে দৈন্যদশার চিত্র ফুটে উঠল আরও একবার। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়েছিল অধিনায়ক মেহেদী মিরাজ। তবে ব্যাট হাতে শুরুটা একেবারেই ভালো হয়নি টাইগারদের। ওয়এনার পারভেজ হোসেন ইমনের অভিষেক ফিফটির পর তাওহিদ হৃদয়ের দায়িত্বশীল ফিফটিতে আশার আলো উঁকিঝুঁকি দিলেও শেষ পর্যন্ত লাল-সবুজের দল অল আউট হয়েছে ২৪৮ রানে।
আগে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। আসিথা ফার্নান্দোর বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে। প্রথম ম্যাচে দলীয় সর্বোচ্চ রান করা তামিম আজ আউট হন ১১ বলে ৭ রান করে।
বিজ্ঞাপন
এরপর ক্রিজে আরেক ওপেনার ইমনের সঙ্গী হন শান্ত। শান্তকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন ইমন। এ দুজন মিলে জুটি গড়ে স্কোরবোর্ডে রান বাড়াতে থাকেন। ইমনই খেলছিলেন হাত খুলে। তবে প্রথম পাওয়ার প্লে শেষেই সাজঘরের পথ ধরতে হয় শান্তকে।
ইমন-শান্ত জুটিতে স্কোরবোর্ডে ওঠে ৬৩ রান। দলীয় ৭৩ রান, ইনিংসের দ্বাদশ ওভারে আউট হন শান্ত। ফেরার আগে তিনি করেছেন ১৯ বলে ১৪ রান। এরপর ক্রিজে ইমনের সঙ্গী হন তাওহিদ হৃদয়। এদিকে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই ইমন পান ফিফটির দেখা। তবে অর্ধশতকের পর আর নিজের ইনিংস বড় করতে পারেননি তিনি।
হৃদয়ের সঙ্গে ৩৭ রানের জুট গড়া ইমন আউট হন ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বোল্ড হয়ে। এর আগে ৬৯ বল খেলে ৬৭ রান করেন তিনি। ইমন ফেরার পর দ্রুতই আউট হন অধিনায়ক মিরাজ। দুষ্মন্ত চামিরার বলে পাথুম নিশাঙ্কার মুঠোবন্দী হয়ে সাজঘরে ফেরার আগে তিনি করেন ১০ বলে ৯ রান। এরপর ক্রিজে হৃদয়ের সঙ্গী হন শামিম হোসেন।
বিজ্ঞাপন
তবে শামিমও দলের হাল ধরতে পারেননি। দলীয় ১৫৯ রানে তিনি বিদায় নেন ২৩ বলে ২২ রান করে। এদিকে শামিম ফেরার পর জাকের আলির সঙ্গে জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টায় ছিলেন হৃদয়। তবে সে চেষ্টাও সফল হয়নি। এ জুটিতে স্কোরবোর্ডে ৪৫ রান ওঠার পরই লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হন জাকের। আগের ম্যাচে ফিফটি করা এই ফিনিশার আজ ফিরেছেন ৪০ বলে ২৪ রান করে।
দলীয় ২০৪ রান জাকের আউট হওয়ার পর স্কোরবোর্ডে আর ৮ রান উঠতেই তানজিম সাকিবের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রান আউট হন হৃদয়। ফেরার আগে তিনি পান ফিফটির দেখা। সাজঘরে ফেরার আগে তিনি করেন ৬৯ বলে ৫১ রান। এরপর শেষ পর্যন্ত সাকিবের ২১ বলে ৩৩ রানের ইনিংসে বাংলাদেশ করতে পারে ২৪৮ রান। লঙ্কানদের হয়ে ৪ উইকেট পেয়েছেন আসিথা ফার্নান্দো।