শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে হেরেছে বাংলাদেশ। এরপর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও হেরেছে বাজেভাবে। ফলে আজ অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে বিকাল ৩টা থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারীদের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
সিরিজ বাঁচানোর মিশনে মাঠে নামার আগে জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিম বলেন, ‘পরবর্তী ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যদি আমরা ঘুরে দাঁড়াতে পারি তাহলে আমরা সিরিজে ফিরতে পারবো।’
বিজ্ঞাপন
সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ মাঠে নামছে দুটি পরিবর্তন নিয়ে। লিটন দাসের জায়গায় এসেছেন শামীম হোসেন, তাসকিন আহমেদের জায়গায় হাসান মাহমুদ। বাংলাদেশের মতো একাদশে দুই পরিবর্তন এনেছে শ্রীলঙ্কাও। মিলান রত্নায়েকে ও ইশান মালিঙ্গায় জায়গায় এসেছেন দুনিত ভেল্লালাগে ও দুশমন্ত চামিরা।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।
শ্রীলঙ্কা একাদশ
চারিত আসালঙ্কা (অধিনায়ক), নিশান মাদুশকা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, জানিত লিয়ানাগে, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহিশ তিকশানা, দুশমন্ত চামিরা ও আসিতা ফার্নান্দো।