শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

পালমেইরাসকে হারিয়ে সেমিতে আরেক ব্রাজিলিয়ান ক্লাব পেল চেলসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ১০:৪৭ এএম

শেয়ার করুন:

পালমেইরাসকে হারিয়ে সেমিতে আরেক ব্রাজিলিয়ান ক্লাব পেল চেলসি

শেষ মুহূর্তে পালমেইরাস ডিফেন্ডার আগুস্তিন জিয়াইয়ের আত্মঘাতী গোলে ফিফা ক্লাব বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছে ইংলিশ জায়ান্ট চেলসি। ফিলাডেলফিয়ায় শুক্রবারের কোয়ার্টার ফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে।

ম্যাচের ৮৬ মিনিটে ডান দিক থেকে মালো গুস্তোর নেওয়া শট পালমেইরাস মিডফিল্ডার রিচার্ড রিওস ও ডিফেন্ডার জিয়াইয়ের গায়ে লেগে দিক বদলায়। গোলরক্ষক ওয়েভারটন বলের গতিপথ সামলাতে পারেননি। বাউন্স খেয়ে বল ঢুকে পড়ে জালে, আর জয় নিশ্চিত হয় চেলসির।


বিজ্ঞাপন


এই জয়ের সুবাদে আগামী মঙ্গলবার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে সেমিফাইনালে মুখোমুখি হবে চেলসি ও ফ্লুমিনেন্স। ফ্লুমিনেন্স আল হিলালকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে।

চেলসির হয়ে ম্যাচের প্রথম গোলটি আসে ১৬ মিনিটে কোল পামারের পা থেকে। এই টুর্নামেন্টে এটিই ছিল তার প্রথম গোল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরে পালমেইরাস। ৫৩ মিনিটে সমতা ফেরান ব্রাজিলিয়ান তরুণ তারকা এস্তেভাও, যিনি এই টুর্নামেন্টের পরই যোগ দেবেন চেলসিতে।

চেলসির সমর্থকরা পামারের ফিনিশিং নিয়ে সমালোচনায় ছিলেন, যদিও তিনি শট নেওয়ার দিক থেকে দলে ছিলেন শীর্ষে। তবে এই ম্যাচে নিজের যোগ্যতা প্রমাণ করেন তিনি। ট্রেভো চালোবার কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে ড্রিবল করে ১৫ গজ দূর থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে জালে বল পাঠান পামার। ম্যাচ শেষে ডাজনকে দেওয়া সাক্ষাৎকারে পামার বলেন, “অনুশীলনে আমি এমন শটের ওপর কাজ করছিলাম। মাঠে জায়গা পেয়ে সাহস করে মেরে দিলাম।”

তিনি আরও বলেন, “ম্যানেজার বলেছিলেন শান্ত থাকতে, বেশি বেশি পাস খেলতে। তাহলে কিছু একটা হবে।” তবে চেলসি সমর্থকদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পামারের গোলের পরই এস্তেভাও দুর্দান্ত অ্যাঙ্গেলে শট নিয়ে ম্যাচে সমতা ফেরান। 


বিজ্ঞাপন


২০২৪ সালের মে মাসে চেলসির সঙ্গে মৌখিক চুক্তি হলেও ১৮ বছর পূর্ণ না হওয়ায় ইংল্যান্ডে যাওয়া সম্ভব হয়নি এস্তেভাওয়ের। এই টুর্নামেন্ট শেষে তিনি ইংল্যান্ডে পাড়ি দেবেন। এস্তেভাও সম্পর্কে জানতে চাইলে পামার বলেন, “তুমি দেখতেই পারছো সে কত বড় খেলোয়াড়। তাকে পেয়ে আমরা খুব রোমাঞ্চিত।”

৫৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন চেলসির নতুন সাইনিং জোয়াও পেদ্রো। দুই দিন আগেই ব্রাইটন থেকে এই ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি নিশ্চিত করে চেলসি। গত মৌসুমে প্রিমিয়ার লিগে তার ছিল ১০ গোল ও ৬ অ্যাসিস্ট। ম্যাচ শেষে চেলসি কোচ এনজো মারোসকা বলেন, “আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। অনেক শক্তি দরকার ছিল। খেলোয়াড়রা যেভাবে খেলেছে, তাতে তাদের অভিনন্দন।”

তিনি আরও যোগ করেন, “আমি খুশি কারণ আমরা জিতেছি, আর খুশি এস্তেভাও গোল করায়। নিঃসন্দেহে আজ রাতটা ছিল পারফেক্ট।” অন্যদিকে শনিবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড, আরেক ম্যাচে প্যারিস সাঁ জার্মেই খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর