দ্বিতীয়ার্ধে টানা দ্বিতীয় ম্যাচে গোল করে ফ্লুমিনেন্সেকে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে তুললেন বদলি হিসেবে নামা হেরকিউলেস। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে কোয়ার্টার ফাইনালে আল হিলালকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিলিয়ান ক্লাবটি।
ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যায় ফ্লুমিনেন্সে। ৪০ মিনিটে দুর্দান্ত এক গোল করেন মাতেউস মার্তিনেল্লি। গ্যাব্রিয়েল ফুয়েন্তেসের পাস দারুণ ফার্স্ট টাচে নিয়ন্ত্রণে নিয়ে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়ান মার্তিনেল্লি, যেটি আল হিলাল গোলরক্ষক ইয়াসিন বুনুকে পরাস্ত করে ঢুকে পড়ে জালের টপ কর্নারে।
বিজ্ঞাপন
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় আল হিলাল। কর্নার থেকে কালিদু কুলিবালির হেড ডিফেন্সে লেগে গিয়ে পড়ে মারকোস লিওনার্দোর পায়ে। ডান পায়ে টোকা দিয়ে গোল করেন তিনি, ম্যাচে সমতা ফেরে।
৬৭ মিনিটে আবার সুযোগ আসে আল হিলালের সামনে। ফ্লুমিনেন্সের ফরোয়ার্ড জার্মান কানো বল কেটে একা এগিয়ে যান গোলরক্ষকের দিকে, কিন্তু ইয়াসিন বুনু চমৎকার ডাইভ দিয়ে বল পায়ে রাখার আগেই ছিনিয়ে নেন।
৭০ মিনিটে অবশেষে আবারও এগিয়ে যায় ফ্লুমিনেন্স। বক্সের বাইরে থেকে হারকিউলিসের নেওয়া প্রথম শট প্রতিহত হয়ে উঠে যায় ওপরে। তবে হাল ছাড়েননি তিনি। বল আবার দখলে এনে এক দারুণ ফার্স্ট টাচে শট নেবার জায়গা করে নেন। এরপর ডান পায়ের শটে বল পাঠান নিচু কর্নারে। গ্যালারিতে থাকা ব্রাজিলিয়ান সমর্থকরা তখন উল্লাসে ফেটে পড়েন।
শেষদিকে চাপ সৃষ্টি করলেও গোলের মতো পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি আল হিলাল। ফলে ম্যাচ শেষে জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্লুমিনেন্সে।
বিজ্ঞাপন
ম্যাচ শেষে নিজের দলের পারফরম্যান্সে খুশি ফ্লুমিনেন্সে কোচ রেনাতো পোর্তালুপ্পি। ডাজনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। কিন্তু ছেলেরা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে আমি খুব খুশি। সেমিফাইনালে উঠে যাওয়াটা আমাদের জন্য দারুণ কিছু।”
হেরকিউলেসকে মাঠে নামানোর আগে কী বলেছিলেন জানতে চাইলে কোচ বলেন, “আমি বলেছিলাম, যা করার সেটাই করে যাও। সুযোগ আসবে, আর যখন আসবে তখন কাজে লাগাতে হবে। সে সেটা করেছে।”
তবে দিনটা সুখকর ছিল না আল হিলালের পর্তুগিজ খেলোয়াড়দের জন্য। ম্যাচের আগের দিন এক সড়ক দুর্ঘটনায় মারা যান লিভারপুল ফরোয়ার্ড দিওগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা। ম্যাচের আগে তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ক্যামেরায় ধরা পড়ে আল হিলালের রুবেন নেভেস ও জোয়াও কানসেলোর চোখের পানি।
এ হার দিয়ে শেষ হলো আল হিলালের ক্লাব বিশ্বকাপ যাত্রা। টুর্নামেন্টে তারা ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চমক দেখিয়েছিল, তবে ফ্লুমিনেন্সের বাধা টপকাতে পারল না। সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাবটির প্রতিপক্ষ হবে চেলসি।

