এক যুগের টেস্ট ক্যারিয়ার। খেলেছেন শতাধিক ম্যাচ। এত পথ পেরিয়ে প্রথমবার যে লজ্জার মুখোমুখি হলেন ইংলিশ অলরাউন্ডার এবং বর্তমান অধিনায়ক বেন স্টোকস, এমন পরিস্থিতিতে তিনি এর আগে পড়েননি।
এবার খোলাসা করেই বলা যাক, টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ‘গোল্ডেন ডাক’-এর স্বাদ পেয়েছেন বেন স্টোকস। ক্রিকেটের পরিভাষায় যাকে বলে নিজের ইনিংসের প্রথম বলেই আউট হয়ে যাওয়া।
বিজ্ঞাপন
শুক্রবার (৪ জুলাই) বার্মিংহামে ভারতের বিপক্ষে চলমান টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ছয় নম্বরে ব্যাট করতে নামেন বেন স্টোকস। কিন্তু ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের বলে উইকেটরক্ষক ঋসভ পান্তের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ঋসভ সেটি তালুবন্দি করতে একেবারেই ভুল করেননি।

২০১৩ সালের ডিসেম্বরে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয় স্টোকসের। এরপর বার্মিংহাম টেস্টের আগে ১১২টি ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে ২০১ ইনিংসে ১৫ বার শূন্যতে সাজঘরে ফিরেছেন স্টোকস। কিন্তু ওই আউটগুলোতে ২ বা তার বেশি বল খেলে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।
সেই স্টোকস টেস্ট ক্যারিয়ারের ১১৩তম ম্যাচ এবং ২০২তম ইনিংসে এসে প্রথমবারের মত মারলেন ‘গোল্ডেন ডাক’। ভারতের বিপক্ষে ২৩ টেস্ট খেলে এ নিয়ে পঞ্চমবার খালি হাতে ফিরলেন ইংলিশ অলরাউন্ডার।
বিজ্ঞাপন
এএইচ