শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হেরেছে বাংলাদেশ। ২৪৫ রানের সহজ অক্ষ্য তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ের শিকার হয় মেহেদী মিরাজের দল। ফলে শেষ পর্যন্ত ৭৭ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়ে টাইগাররা। এদিকে ব্যাটিং বিপর্যয়ের দিনে দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন তানজিদ তামিম। ৬২ রানের ইনিংস খেললেও এই ওপেনার মনে করেন তিনি সে ম্যাচে ভালো খেলেননি।
তানজিদ মনে করেন তিনি ভালো খেললেও সে ম্যাচে দলের চাহিদা পূরণ করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে আগামীকাল মাঠে নামবে টাইগাররা। এর আগে তামিম বলেন, ‘আমার মনে হয় না আমি ভালো খেলেছি। কারণ দলের যখন যেটা দরকার ছিল সেট আমি পূরণ করতে পারিনি। যদি সেটা পূরণ করতে পারতাম তাহলে হয়তো বলতে পারতাম যে আমি ভালো খেলেছি, দলের জন্য কিছু করতে পেরেছি।’
বিজ্ঞাপন
প্রথম ম্যাচ নিয়ে তামিম বলেন, ‘আমি আর-শান্ত ভাই যেরকম সেট ছিলাম, আমরা যদি আরেকটু থাকতে পারতাম, অন্তত ৫-১০ ওভার থাকতে পারতাম, তাহলে ম্যাচটা অনেক ভালোভাবে বের হয়ে আসত। পরের ব্যাটসম্যানদের কাজও অনেক সহজ হয়ে যেত।’
লঙ্কানদের প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা কিছুটা দুর্ভাগা। ভালো একটা রান আউট করেছে ওরা, ভালো একটা ক্যাচ নিয়েছে। এটা টার্নিং পয়েন্ট ছিল। সেখান থেকে যদি আমরা অন্তত দুটি ৩০-৪০ রানের জুটিও গড়তে পারতাম, ম্যাচটা সহজ হয়ে যেত।’
প্রথম ম্যাচে সর্বোচ্চ রান করা তামিম বাংলাদেশের ব্যাটারদের জন্য পরামর্শও দিয়েছেন। তিনি বলেন, ‘এই উইকেটে যারা সেট হবে তাদের অনেক লম্বা ইনিংস খেলতে হবে। আমাদের একটাই বার্তা থাকবে সামনে ম্যাচে ব্যাটসম্যানের জন্য। নতুন ব্যাটসম্যান যারা উইকেটে যায় তাদের একটু সময় নিয়ে ব্যাটিং করা এবং যারা সেট থাকবে, তাদের শেষ পর্যন্ত খেলার চেষ্টা করতে হবে।’