শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

বার্সেলোনাকে হতাশ করে নতুন চুক্তি সই নিকো উইলিয়ামসের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৫, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

বার্সেলোনাকে হতাশ করে নতুন চুক্তি সই নিকো উইলিয়ামসের

বহু গুঞ্জনের পর অবশেষে সব জল্পনার অবসান। কাতালুনিয়ার ক্লাব বার্সেলোনায় যোগ না দিয়ে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গেই দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করলেন নিকো উইলিয়ামস। ২০৩৫ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে খেলার অঙ্গীকার করেছেন এই স্প্যানিশ উইঙ্গার।

গত দুই মৌসুম ধরেই নিকোকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল বার্সা। গুঞ্জন ছিল, নিকোর এজেন্ট ডেকোর সঙ্গে আলোচনায় বসেছেন, এমনকি ব্যক্তিগত শর্তাবলী নিয়েও দুই পক্ষ একমত হয়ে গিয়েছিল। বার্সেলোনাও রিলিজ ক্লজ দিয়েই তাঁকে দলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল।


বিজ্ঞাপন


কিন্তু সব কিছু থেমে গেল নিকোর এক সিদ্ধান্তে। অ্যাথলেটিক ক্লাবের হয়ে আরও ১০ বছরের জন্য চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি। ক্লাবের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, “নিকো উইলিয়ামস অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে ২০৩৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। ক্লাবের প্রতি তার ভালোবাসার প্রতিফলন এই সিদ্ধান্ত। তার রিলিজ ক্লজ ৫০ শতাংশের বেশি বাড়ানো হয়েছে।”

নিজের অনুভূতির কথা জানিয়ে নিকো বলেন, “জীবনের অনেক সিদ্ধান্ত মস্তিষ্ক দিয়ে নেওয়া যায়, কিন্তু আমার ক্ষেত্রে হৃদয়ের কথাই আগে শোনা হয়। আমি যেখানে থাকতে চাই, সেখানেই আছি—নিজের মানুষদের সঙ্গে, নিজের ঘরে। অউপা অ্যাথলেটিক!”

নিকোর এই সিদ্ধান্ত বার্সেলোনার জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। গ্রীষ্মকালীন দলবদলে উইলিয়ামসই ছিল বার্সার প্রধান টার্গেট। এখন তাকে হারিয়ে নতুন করে ভাবতে হবে কাতালান ক্লাবটিকে। অন্য বিকল্পের খোঁজে নামতে হবে তাদের।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর