এজবাস্টনে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। মাঠে উত্তেজনা বাড়তে শুরু করেছে, বিশেষ করে ইংলিশ খেলোয়াড়দের মানসিক চাপ তৈরির কৌশলে। প্রথম দিনে যশস্বী জয়সওয়ালের সঙ্গে স্টোকসের কথার লড়াইয়ের পর দ্বিতীয় দিন জাদেজাকে ঘিরে অভিযোগ তোলেন তিনি।
ইংল্যান্ডের ফিল্ডারদের দাবি ছিল, জাদেজা ইচ্ছে করে পিচের বিপজ্জনক জায়গায় পা রাখছেন, যা ব্যাটসম্যানদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। স্টোকস সরাসরি জাদেজাকে বলেন, "দেখো তুমি কী করেছ, বন্ধু।"
বিজ্ঞাপন
জবাবে জাদেজা বলেন, "কিন্তু আমি তো এই দিক থেকে আসছিলাম। আমি ওখান থেকে বল করতাম না। তাহলে কেন আমি ইচ্ছে করে এমন করব? আমি তো ব্যাটিংয়ে মনোযোগ দিচ্ছি।"
দিনের খেলা শেষে সাংবাদিকদের সামনে জাদেজা বলেন, "স্টোকস মনে করছিল, আমি ইচ্ছা করে জায়গা নষ্ট করছি। অথচ ও তো খোদ ফাস্ট বোলার দিয়ে জায়গাটা আরও বেশি রাফ করে দিচ্ছে। আমাকে আলাদা করে কিছু করতে হচ্ছিল না। সে বারবার আম্পায়ারকে বলছিল আমি উইকেটের ওপর দিয়ে দৌড়াচ্ছি, কিন্তু সেটা আমার উদ্দেশ্য ছিল না। আমি দু-একবার এদিক-সেদিক দৌড়েছিলাম, কিন্তু তার মাথাতেই এটা ছিল। আশা করি, কাল আমরা ভালো জায়গায় বল করতে পারব এবং ম্যাচে ভালো খেলতে পারব।"
জাদেজা অবশ্য ব্যাট হাতে দারুণ এক ইনিংস উপহার দিয়েছেন। অধিনায়ক শুভমান গিলের সঙ্গে ২০৩ রানের জুটি গড়েন তিনি। নিজের প্রান্ত আগলে রেখে গিলকে খেলতে দেন মুক্তভাবে, যার পুরো সুযোগ নিয়ে ইংল্যান্ডের অনভিজ্ঞ বোলিং লাইনআপকে চাপে ফেলেন গিল।
তবে ইনিংসটা সেঞ্চুরি থেকে মাত্র ১১ রান দূরে থেমে যায় জাদেজার। জশ টাংয়ের বাড়তি বাউন্সে শর্ট বল খেলতে গিয়ে গ্লাভসে লাগিয়ে ক্যাচ তুলে দেন উইকেটকিপার জেমি স্মিথের হাতে। ১৩৭ বলে ৮৯ রানে থামে তার ইনিংস। যদিও তিনি শতরান মিস করেন, গিলের ২৬৯ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ভারত তুলেছে ৫৮৭ রানের বিশাল সংগ্রহ।