শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

শ্রীলঙ্কা সিরিজের মাঝপথে হঠাৎ যে কারণে লন্ডনে বাংলাদেশ কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৫, ০২:১২ পিএম

শেয়ার করুন:

শ্রীলঙ্কা সিরিজের মাঝপথে হঠাৎ যে কারণে লন্ডনে বাংলাদেশ কোচ

শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হেরেছে বাংলাদেশ। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৭৭ রানের পরাজয়ে তিন ম্যাচ সিরিজে পিছিয়ে পড়েছে টাইগাররা। আগামীকাল লাল-সবুজের দল মাঠে নামবে সিরিজ বাঁচানোর লড়াইয়ে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের সঙ্গে তাহকবেন না প্রধান কোচ ফিল সিমন্স। তিনি আজ শুক্রবার লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। 

সিরিজের মাঝপথে হঠাত কেন সিমন্স দল ছেড়ে লন্ডনের উদ্দেশ্যে গেলেন তা নিয়ে আছে আলোচনা। তবে জানা গেছে, শারিরীক সমস্যার কারণে চিকিৎসা নিতে ইংল্যান্ডে গেছেন সাবেক এই ক্যারিবিয় ক্রিকেটার। 


বিজ্ঞাপন


ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ওপেনার আগামী ৭ জুলাই আবার শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন। এর আগেই শেষ হবে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ, তবে তৃতীয় ওয়ানডেতে তাকে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে টিম ম্যানেজমেন্ট। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, "ফিল সিমন্স দুই দিনের জন্য ব্যক্তিগত কারণে বাইরে যাচ্ছেন। তার একটি চিকিৎসা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট ছিল ফেব্রুয়ারিতে, কিন্তু চ্যাম্পিয়নস ট্রফির ব্যস্ততার কারণে তিনি তখন যেতে পারেননি। পরে সময় পরিবর্তন করার চেষ্টা করলেও সেটা সম্ভব হয়নি। সফরের আগেই তিনি বোর্ডকে বিষয়টি জানিয়েছিলেন এবং সে অনুযায়ী পরিকল্পনা করেছিলেন। আজ তিনি যাচ্ছেন এবং ৭ জুলাই ফিরবেন।"

প্রথম টেস্টে ভালো খেলে ড্র করলেও দ্বিতীয় টেস্টে হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও নাটকীয়ভাবে হারতে হয়েছে টাইগারদের। এমন পরিস্থিতিতে প্রধান কোচের বিদেশ সফর নিয়ে নানা প্রশ্ন উঠলেও বোর্ড নিশ্চিত করেছে- এটি কোনো পারফরম্যান্স রিভিউ নয়, বরং একান্তই ব্যক্তিগত বিষয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর