বুধবার, ৯ জুলাই, ২০২৫, ঢাকা

সন্তানের মুখ দেখার আগেই ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৫, ১২:০১ পিএম

শেয়ার করুন:

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের তারকা ফুটবলারের মৃত্যু

ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন গাজা উপত্যকার ম্যাগাজি শরণার্থী শিবিরের বাসিন্দা ও খাদামাত আল-ম্যাগাজি ক্লাবের তারকা ফুটবলার মুহান্নাদ আল-লী। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গত সোমবার মুহান্নাদের বাসায় একটি ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তৃতীয় তলায় তার শোবার ঘরে মিসাইল আঘাত হানে। এতে মাথায় গুরুতর আঘাত ও রক্তক্ষরণ হয় তার। কয়েকদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে না ফেরার দেশে পাড়ি জমান এই তরুণ ফুটবলার।


বিজ্ঞাপন


খাদামাত আল-ম্যাগাজির যুবদল থেকে উঠে আসেন মুহান্নাদ। ২০১৬/১৭ মৌসুমে সিনিয়র দলকে ফিলিস্তিনি প্রিমিয়ার লিগে তুলে আনেন তিনি। এরপর দুই মৌসুম খেলেন শাবাব জাবালিয়া ক্লাবে। তার পারফরম্যান্সের কল্যাণেই ২০১৮/১৯ মৌসুমে দলটি লিগ রানার্সআপ হয়।

পরে যোগ দেন গাজা স্পোর্টস ক্লাবে। তবে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে এক সময় মাঠের বাইরে চলে যান তিনি। সেখান থেকে ফিরে আবারও নিজের পুরোনো ক্লাব খাদামাত আল-ম্যাগাজিতেই মাঠে ফেরেন।

গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার সময় মুহান্নাদ চেষ্টা করেছিলেন অবরুদ্ধ গাজা ছাড়তে। তার স্ত্রী যুদ্ধ শুরুর কিছুদিন আগেই কাজের সূত্রে নরওয়ে গিয়েছিলেন। সেই যুদ্ধেই ঘরে বসে সন্তান জন্ম দেন তিনি। মুহান্নাদ চেষ্টা করেছিলেন স্ত্রী-সন্তানের কাছে যাওয়ার, কিন্তু নিরাপদ পথ না পাওয়ায় আর সেই সুযোগ হয়নি। নিজের সন্তানকে জীবনে একবারও দেখার সৌভাগ্য হলো না তার।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫৮৫ জন ফিলিস্তিনি ক্রীড়াব্যক্তিত্ব। এর মধ্যে ২৬৫ জনই ছিলেন ফুটবল সংশ্লিষ্ট। তাদের তালিকায় এবার যুক্ত হলো মুহান্নাদ আল-লীর নাম।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর