বুধবার, ৯ জুলাই, ২০২৫, ঢাকা

এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা, ভারতের অবস্থান স্পষ্ট করতে চিঠি এসিসির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ০৭:০০ পিএম

শেয়ার করুন:

এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা, ভারতের অবস্থান স্পষ্ট করতে চিঠি এসিসির

এশিয়া কাপ ২০২৫ আয়োজন নিয়ে এখনও স্পষ্ট নয় অনেক কিছু। টুর্নামেন্টের সূচি এখনও চূড়ান্ত হয়নি। এই পরিস্থিতিতে ভারতের অবস্থান জানতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) চিঠি পাঠিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন এশিয়া কাপ আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াতে পারে এবং এটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, কারণ পরের বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।


বিজ্ঞাপন


ভারত এশিয়া কাপের আয়োজক হলেও রাজনৈতিক সম্পর্কের কারণে পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে সংশয় রয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের জন্য সরকারের অনুমতির প্রয়োজন। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি হতে পারে ৭ সেপ্টেম্বর, সম্ভাব্য ভেন্যু সংযুক্ত আরব আমিরাত। 

আর পুরো টুর্নামেন্ট শুরু হতে পারে ৪ বা ৫ সেপ্টেম্বর। সুপার ফোরে উঠলে দুই দলের মধ্যে দ্বিতীয়বার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ১৪ সেপ্টেম্বর।

ব্রডকাস্টারদের জন্য ভারত-পাকিস্তান ম্যাচ সবচেয়ে আকর্ষণীয়। এক ভারতীয় ব্রডকাস্টার বলেন, “সম্পর্ক ভালো না থাকলেও, আইসিসির টুর্নামেন্টে ভারত কখনও পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়নি। এর বড় কারণ বিপুল পরিমাণ মিডিয়া রাইটস, যার বেশিরভাগই ভারতীয় ব্রডকাস্টারদের হাতে।”

পূর্বেও এমন নজির আছে। যেমন, সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান, কিন্তু ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর