ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের ফরোয়ার্ড দিয়েগো জোটা এবং তার ভাই আন্দ্রে সিলভা। বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় শোকস্তব্ধ ক্রীড়া বিশ্ব। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, ভাইয়ের সঙ্গে ল্যাম্বরগিনি গাড়িতে ভ্রমণে বের হয়েছিলেন জোটা। অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় টায়ার ফেটে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
জোটার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল অঙ্গনে। পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, 'এটা কোনোভাবে মানতে পারছি না। এই তো কদিন আগেই আমরা একসঙ্গে খেলেছি। তোমার পরিবার ও সন্তানদের জন্য প্রার্থনা করছি। শান্তিতে ঘুমাও, দিয়োগো ও আন্দ্রে। আমরা সবাই তোমাদের মিস করবো।'
বিজ্ঞাপন
এক বিবৃতিতে লিভারপুল ক্লাব জানিয়েছে, জোটার মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। লিভারপুল সিটি কাউন্সিল শহরের পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছে।
উয়েফা জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার মেয়েদের ইউরো ম্যাচগুলোর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে জোতা ও তার ভাইয়ের স্মরণে।
টেনিস তারকা রাফায়েল নাদাল ও বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমসও শোক জানিয়েছেন। পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েঙ্কা বলেন, 'জোটা শুধু অসাধারণ একজন ফুটবলারই নন, ছিলেন একজন শ্রদ্ধেয় মানুষ। পুরো পর্তুগিজ ফুটবল সমাজ আজ গভীর শোকে নিমজ্জিত।'