ঋতুপর্ণা চাকমা ও তার সতীর্থদের দুর্দান্ত পারফরম্যান্সে এক নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে তারা। যদিও বাছাইয়ের শেষ ম্যাচে এখনও তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়াই বাকি রয়েছে, তবুও ইতোমধ্যে নিশ্চিত হয়েছে বাংলাদেশের মূল পর্বে খেলা।
এই অর্জনের পরপরই আগাম প্রস্তুতি ও উন্নয়নের জন্য পরিকল্পনা নিতে শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, “২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় হবে এশিয়ান কাপ। আমাদের সামনে বড় সুযোগ আছে, কারণ সেরা ছয় দল যাবে বিশ্বকাপে। আমরা এই সুযোগটা কাজে লাগাতে চাই। পরিকল্পনা নিয়ে আমরা দ্রুত কাজ শুরু করব।”
বিজ্ঞাপন
এশিয়ান কাপে খেলবে এশিয়ার সেরা দলগুলো- জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষ। সে অনুযায়ী নিজেদের আরও শক্তিশালী করে গড়ে তুলতে চায় বাংলাদেশ।
এই সফলতার পেছনে অন্যতম অবদান রাখার জন্য কোচ পিটার জেমস বাটলারকে ধন্যবাদ জানিয়েছেন কিরণ। তিনি বলেন, “বাটলার জানে কীভাবে ডাগআউট থেকে দলকে নেতৃত্ব দিতে হয়। তার সঙ্গে আলোচনা করে আমরা ভবিষ্যতের প্রস্তুতির রূপরেখা তৈরি করছি। আমাদের স্বপ্ন বিশ্বকাপে খেলা, সেটার জন্যই আমরা কাজ করব।”
শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করা ঋতুপর্ণা চাকমার প্রশংসাও করেছেন কিরণ। তার কথায়, “ঋতুপর্ণা আমাদের মেসি। ও যেভাবে বল নিয়ে এগিয়ে যায়, সেটা মেসি ছাড়া আর কারও মতো নয়।”