শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

বিয়ের ১১ দিনের মাথায় না ফেরার দেশে জোটা, শেষ পোস্টটাও ছিল সে নিয়েই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

বিয়ের ১১ দিনের মাথায় না ফেরার দেশে জোটা, শেষ পোস্টটাও ছিল সে নিয়েই

সুযোগ-সাফল্যে ভরা এক মৌসুম শেষ করে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়োগো জোটা। ১০ বছরের প্রেমকে পরিণয়ে রূপ দিয়ে বিয়ে করেছিলেন প্রেমিকা রুতে কারদোসোকে। কিন্তু সে সুখ খুব বেশি দিন সঙ্গী হলো না।

বিয়ের মাত্র ১১ দিনের মাথায় শোকের ছায়া নেমে এসেছে জোটার পরিবারে। সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তিনি ও তার ভাই আন্দ্রে সিলভা। এমন অকাল মৃত্যুতে গভীর শোকের মধ্যে রয়েছেন তার পরিবার।


বিজ্ঞাপন


মাত্র কিছুদিন আগেই ছিল তাদের জীবনের অন্যতম আনন্দের দিন। পর্তুগালের পোর্তোর এক গির্জায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন জোটা ও রুতে। বিয়ের অনুষ্ঠানে তাদের তিন সন্তানও উপস্থিত ছিল। সেই দিনটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন তারা। ভিডিওতে দেখা গেছে, বিয়ের নানা আনন্দঘন মুহূর্ত, নাচ, হাসি আর খুনসুটির দৃশ্য।

বিয়ের পর আবেগভরা এক বার্তায় জোটা বলেছিলেন, 'আমি সবচেয়ে সৌভাগ্যবান।' অন্যদিকে রুতে লিখেছিলেন, 'চিরকাল হ্যাঁ। আমার স্বপ্ন পূরণ হয়েছে।' কিন্তু কে জানত, সেই সৌভাগ্যের বয়স হবে মাত্র ১১ দিন!

পর্তুগিজ তারকা সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার আগে সামাজিক মাধ্যমে করা শেষ পোস্টটিও ছিল তার বিয়ের ভিডিও নিয়ে। ক্যাপশনে তিনি লিখেছিলেন, 'এই দিনটা আমি কোনো দিনও ভুলব না।' 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর