শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সি ফাঁস!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ১২:৩২ পিএম

শেয়ার করুন:

আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সি ফাঁস!

২০২৬ সালের বিশ্বকাপের আয়োজন হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। যদিও খেলা শুরু হতে এখনো অনেক সময় বাকি, তবু বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার নতুন জার্সির ছবি ইতোমধ্যেই ফাঁস হয়ে গেছে। ফুটবল জার্সি নিয়ে খ্যাত নাম ফুটি হেডলাইনস ওয়েবসাইট এই প্রথমবার আর্জেন্টিনার হোম জার্সির ছবি প্রকাশ করেছে।

নতুন এই জার্সি ডিজাইন করা হয়েছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী সাদা-আকাশি নীল রঙের লম্বা স্ট্রাইপ ধরে রেখে। তবে এবার স্ট্রাইপগুলোতে নতুন ধরনের গ্রেডিয়েন্ট শেডিং যোগ করা হয়েছে, যেখানে হালকা নীল থেকে গাঢ় নীল রঙের পরিবর্তন দেখা যায়। ফলে ঐতিহ্য ও আধুনিকতার একসঙ্গে মিশেল পাওয়া গেছে।


বিজ্ঞাপন


argentina_2026_world_cup_jerssy

জার্সির কাঁধের ওপর অ্যাডিডাসের তিনটি স্ট্রাইপ এবং হাতার প্রান্তে গাঢ় নীল রঙ ব্যবহার করা হয়েছে। ২০২২ সালের বিশ্বকাপের জার্সির মতো এবারও কালো রঙের সঙ্গে নীল রঙের মিশ্রণ রয়েছে, যা আরও আকর্ষণ যোগ করেছে।

এই ডিজাইন আর্জেন্টিনার ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের বিশ্বকাপ জয়ী জার্সিগুলোর প্রেরণায় তৈরি হয়েছে। পুরনো ঐতিহ্য ধরে রেখে আধুনিক ছোঁয়া দিয়ে আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

argentina_jersy_2026_world_cup_


বিজ্ঞাপন


২০২২ সালের বিশ্বকাপের জার্সি টুর্নামেন্টের ৫ মাস আগে জুনে প্রকাশ পেয়েছিল। এবার ২০২৬ সালের বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার নতুন জার্সি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেতে পারে আগেই, অর্থাৎ ২০২৫ সালের অক্টোবরের শেষ দিকে। নভেম্বরের শুরুতেই বাজারে আসতে পারে এই জার্সি! 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর