শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

রেকর্ড অঘটন উইম্বলডনে, টিকে আছেন আলকারাজ-সাবালেঙ্কা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ১২:২০ পিএম

শেয়ার করুন:

রেকর্ড অঘটন উইম্বলডনে, টিকে আছেন আলকারাজ-সাবালেঙ্কা

চলমান উইম্বলডন টেনিস টুর্নামেন্টে একের পর এক অঘটনে রীতিমতো চমকে উঠেছে টেনিস বিশ্ব। প্রথম দুই দিনেই বিদায় নিয়েছেন পুরুষ ও নারী এককে শীর্ষ দশের আটজন খেলোয়াড়, যা ওপেন যুগে কোনো গ্র্যান্ড স্ল্যামে নতুন রেকর্ড।

পুরুষদের বিভাগে প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেছেন দানিল মেদভেদেভ ও আলেক্সান্দার জভেরেভের মতো তারকারা। মেয়েদের বিভাগে বাদ পড়েছেন কোকো গফ, জেসিকা পেগুলা এবং ঝেং কিনওয়েন।


বিজ্ঞাপন


তবে এই অঘটনের তালিকায় নাম লেখাতে দেননি বর্তমান বিশ্বসেরা কার্লোস আলকারাজ ও নারী বিভাগে দুই নম্বর তারকা আরিনা সাবালেঙ্কা।

২২ বছর বয়সী স্প্যানিশ তারকা আলকারাজ দ্বিতীয় রাউন্ডে ব্রিটেনের ৭৩৩ নম্বরে থাকা অলিভার টারভেটকে সরাসরি সেটে ৬-১, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন মাত্র ২ ঘণ্টা ১৭ মিনিটে। ম্যাচ শেষে আলকারাজ প্রশংসা করেছেন প্রতিপক্ষেরও। বলেছেন, "অলিভার খুব ভালো খেলেছে। ওর এটা মাত্র দ্বিতীয় ম্যাচ, কিন্তু দুর্দান্ত লড়াই করেছে। নিজের পারফরম্যান্সেও আমি খুশি।"

এটাই ছিল আলকারাজের টানা ২০তম জয়। এর আগে তিনি জিতেছেন রোম মাস্টার্স, ফ্রেঞ্চ ওপেন ও কুইন্স ক্লাবের শিরোপা। ফ্রেঞ্চ ওপেন ফাইনালে দুই সেটে পিছিয়ে থেকেও ইয়ানিক সিনারকে হারিয়ে শিরোপা জিতেছিলেন।

অন্যদিকে মেয়েদের বিভাগে সাবালেঙ্কা দ্বিতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের মেরি বুৎসকোভার বিপক্ষে ৭-৬ (৭/৪), ৬-৪ গেমে জয় পেয়েছেন। যদিও জয়টা সহজ ছিল না, প্রথম সেটেই ম্যাচ গড়ায় টাইব্রেকারে।


বিজ্ঞাপন


এখনো পর্যন্ত টুর্নামেন্টে শীর্ষ তারকাদের অনেকেই বিদায় নিলেও আলকারাজ ও সাবালেঙ্কার মতো তারকারা টিকে থেকে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন। উত্তাল উইম্বলডনে এখন তাঁদের দিকেই তাকিয়ে টেনিস দুনিয়া।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর