আগামী শনিবার আটলান্টায় ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজির মুখোমুখি হচ্ছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। খেলার প্রস্তুতির পাশাপাশি ২০২৫-২৬ মৌসুমের জন্য বিভিন্ন ক্লাবগুলোর দল গোছানোর কাজও চলছে জোরেশোরে।
তবে এসবের মাঝেই আলোচনায় এসেছেন বায়ার্নের কিংবদন্তি ফুটবলার থমাস মুলার। ২৫ বছরের সম্পর্কের ইতি টানতে যাওয়া এই মিডফিল্ডার সম্প্রতি সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্তমান সময়ের আকাশছোঁয়া ট্রান্সফার ফি নিয়ে তীব্র সমালোচনা করেন।
বিজ্ঞাপন
বিশেষ করে জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টজের বায়ার লেভারকুসেন থেকে লিভারপুলে ১৫০ মিলিয়ন ইউরোতে (প্রায় ৯৬৬.৪ কোটি টাকা) স্থানান্তর নিয়ে মন্তব্য করতে গিয়ে মুলার তুলনা টেনেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গে।
মুলার বলেন, ‘১৫০ মিলিয়ন ইউরো মানে কী? এটা তো কেবল একটা সংখ্যা, ক্লাবগুলোর মাঝে লেনদেন। কে কল্পনা করতে পারে এর অর্থ কী? এই দামে আপনি নেইমারকে পাবেন না, কিন্তু অনেক গাছ লাগাতে পারবেন। আপনি বলবেন, এতো টাকায় ভালো কিছু পাওয়া যায় না? আসলে অনেক ভালো জিনিস পাওয়া যায়, আর প্রচুর পরিমাণে।’
সমালোচনার মাঝেও লিভারপুলে যাওয়া ২২ বছর বয়সী ভিরৎসের প্রশংসা করতে ভোলেননি এই অভিজ্ঞ তারকা। ‘ফ্লোরিয়ান যেকোনো দলে মানিয়ে নিতে পারবে। ও শুধু অসাধারণ এক ফুটবলার নয়, মানসিকভাবেও খুব দৃঢ়।’
উল্লেখ্য, এখনও পর্যন্ত ইতিহাসের সবচেয়ে দামি ট্রান্সফার নেইমারের, যাকে ২০১৭ সালে বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোতে দলে ভেড়ায় পিএসজি।